বাংলাদেশের ক্রিকেটে দুর্দিন চলছেই। বিশ্বকাপে জাতীয় দল ভারতে ভালো করছে না। ইমার্জিং দলের অবস্থাও ভালো নয়। শ্রীলঙ্কায় তারা ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে।
প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে জিতে সমতায় ফিরেছিল। তবে রবিবার তৃতীয় ও শেষ ম্যাচটিতে ব্যর্থ মাহমুদুল হাসান জয়ের দল।
ডাম্বুলায় রবিবার টস হেরে ব্যাটিং করতে নেমে ২২৩ রানে অলআউট হয় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৩১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা ইমার্জিং দল।
মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙে। কিন্তু তাতে লাভ হয়নি কোনও, দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন লঙ্কান দুই ব্যাটার। মাত্র ৫৬ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলে শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেন পবন রত্নায়েক। ১১ চার ও ২টি ছক্কায় পবন তার ইনিংসটি সাজান। ৪৭ রান করেন নাভোদ পারানাভিনথানা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পেসার রিপন মন্ডল। এছাড়া দুটি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন ও প্রীতম কুমারের ব্যাটে দারুণ শুরু করে তারা। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৫৭ রান। কিন্তু ৩২ রানে ইমন ফিরলেই ব্যাটিং অর্ডারে ধস নামে। তবে শেষ পর্যন্ত শাহাদাত হোসেনের লড়াকু ৭৯ রানের ইনিংসে ৪৭ ওভার পর্যন্ত টিকে ছিল বাংলাদেশ। শাহাদাত ৭৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান।
এছাড়া জয়ের ব্যাট থেকে আসে ৩৭ রানের ইনিংস। প্রীতম ৩৫ ও ইমনের ব্যাট থেকে আসে ৩২ রানের ইনিংস।
লঙ্কাদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন চামিন্দু বিক্রমাসিংহে এবং আসিয়ান ড্যানিয়েল।
ওয়ানডে সিরিজ শেষ। আগামী ২৫ অক্টোবর ডাম্বুলাতে শুরু হবে চার দিনের ম্যাচ।