সাদা বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে কোহলি!

সামনে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটে খেলবে ভারত। তারপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এই দুটি দলের মুখোমুখি হওয়ার আগে বিরাট কোহলি বিসিসিআইকে জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে বিরতি নিচ্ছেন তিনি।

বিসিসিআই সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, কোহলি আপাতত লাল বলের ক্রিকেট নিয়ে ভাবছেন। তাই দক্ষিণ আফ্রিকা সফরে কেবল দুটি টেস্ট খেলবেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি নয়। ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। বক্সিং ডে টেস্ট হবে সেঞ্চুরিয়নে, কেপটাউনের দ্বিতীয় ম্যাচ।

ওই সূত্রের বক্তব্য, ‘তিনি (কোহলি) বিসিসিআই ও নির্বাচকদের জানিয়েছেন সাদা বলের ক্রিকেটে তার বিরতি দরকার। পরে যখন সাদা বলের ক্রিকেট খেলতে চাইবেন তখন রঙিন জার্সি গায়ে দেবেন। এই মুহূর্তে তিনি বিসিসিআইকে জানিয়েছেন যে লাল বলের ক্রিকেট খেলে যাবেন। তার মানে দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট ম্যাচে তাকে পাওয়া যাবে।’

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে খেলেননি কোহলি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কীভাবে তিনি প্রস্তুতি নেন, সেটাই দেখার অপেক্ষা।

সবশেষ বিশ্বকাপে ১১ ইনিংসে ৭৬৫ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন কোহলি। বর্তমানে তিনি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। ডানহাতি ব্যাটার গত কয়েক মাস ধরে লাগাতার ক্রিকেট খেলছেন। সবশেষ তিনি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে ছুটি কাটান, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না তিনি।