বিশ্বকাপ ব্যর্থতা: নির্বাচক-ক্রিকেটারদের ডেকেছে তদন্ত কমিটি

বিশ্বকাপ ব্যর্থতায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বিকালে তাদের ডাকে সাড়া দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসহ দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।
  
তদন্ত কমিটি সবার আগে ব্যাখ্যা চাইতে ডাকে নির্বাচক প্যানেলকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে ছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও। রবিবার বিকালে রাজধানীর গুলশানে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তারা তদন্ত কমিটির কাছে বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে বের হয়ে যান। কিন্তু কেউই গণমাধ্যমের সামনে মুখ খুলেননি।

এর কিছুক্ষণ পর আসেন মোস্তাফিজুর রহমান। তদন্ত কমিটির জেরা শেষে বেরিয়ে যাওয়ার সময় ঢোকেন লিটন দাস। ধীরে ধীরে আরও কিছু ক্রিকেটার, অধিনায়ক এবং টিম ডিরেক্টরের সঙ্গেও বৈঠকে বসবে তদন্ত কমিটি। এমন কি কোচিং স্টাফদের সঙ্গেও বৈঠকে বসবেন তারা। প্রত্যেকের কাছেই বিশ্বকাপের ভরাডুবির কারণ জানতে চাওয়া হবে।

বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ, বিসিবি পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

প্রসঙ্গত, বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ভারতে যাওয়া দলটি খালি হাতে ফিরেছে। সাকিব আল হাসানের দল ৯ ম্যাচের মধ্যে ৭টিতে হেরেছে। এমন ব্যর্থতার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।