অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

আমিরাতকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আগে ব্যাটিং করে আরব আমিরাতকে ২২৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৬৭ রানে থেমে যায় আমিরাত। ফলে ৬১ রানের বড় জয়ে শুরু হলো যুবাদের এশিয়া কাপ মিশন।

দুবাইয়ের এসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় বাংলাদেশ। দুই ওপেনার আশিকুর রহমান ও জিসান আলম মিলে ৭২ রানের জুটি গড়েন। জিসান আলম ৪২ রানে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে আশিক খেলতে থাকেন। তার হাফ সেঞ্চুরিতেই বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। ১০২ বলে ৩ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। লেজের দিকের দুই ব্যাটার রাফিউজ্জামান (১২) ও ইকবাল হোসেনের (১৮) ইনিংস দলীয় স্কোরকে দুইশো পেরুতে ভুমিকা রাখে। 

আমিরাতের ধ্রুব পারাশার একাই নেন ছয়টি উইকেট। ৪৪ রান খরচ করেন। এছাড়া আফজাল খান নেন দুটি উইকেট।

জবাবে খেলতে নেমে আমিরাত ৪৭.৪ ওভারে ১৬৭ রানে অলআউট হয়। বিশেষ করে মাহফিজুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবনের দারুণ বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে যায় আমিরাতের ব্যাটিং লাইনআপ। লেট অর্ডার ব্যাটার হার্দিক পাইয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস। 

বাংলাদেশের বোলারদের মধ্যে মাহফিজুর ও পারভেজ প্রত্যেকে চারটি করে উইকেট নিয়েছেন। ইকবাল হোসেন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান নিয়েছেন একটি করে উইকেট।