দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের কোচ ছিলেন শুকরি কনরাড। গত এপ্রিলের শেষে সাদা বলের কোচ হিসেবে রব ওয়াল্টার পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হিসেবে এবার বাকি দুই ফরম্যাটেও কোচ হলেন কনরাড। শুক্রবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই খবর জানিয়েছে।
২০২৭ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। চুক্তি অনুযায়ী এই টুর্নামেন্টের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন কনরাড।
কনরাডের অধীনে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। আগামী মাসে লর্ডসে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
এক বিবৃতিতে কনরাড বলেছেন, ‘আমার ক্রিকেট যাত্রায় টেস্ট দলের কোচিং করানো ছিল বড় সুযোগ। এখন সাদা বলের দলের দায়িত্ব নেওয়া হবে সত্যিই বিশেষ।’
তিনি আরও বলেন, ‘আমাদের সামনে যে সম্ভাবনা, তা নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে সাদা বলে অবিশ্বাস্য প্রতিভা রয়েছে। আমাদের সিনিয়র খেলোয়াড় থেকে শুরু করে জুনিয়রদের উদীয়মান দল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করতে আগ্রহী। একটি শক্ত ভিত গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি বিশেষ কিছু অর্জনের জন্য যা দরকার, সেটা আমাদের আছে।’
সামনের ব্যস্ত সূচি নিয়ে কোচ বললেন, ‘আমাদের সামনে ব্যস্ত সূচি আছে, যেটা শুরু হবে আগামী মাসের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়ে। আগামী বছর আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার পরের বছর আমাদের ঘরে ৫০ ওভারের বিশ্বকাপ। এই সময়ে আমাদের জন্য পরিকল্পনা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়দের এমনভাবে তৈরি করতে চাই, যেন প্রত্যেক ফরম্যাটে শক্তিশালী দল মাঠে নামাতে পারি।’