জিম্বাবুয়ে সিরিজের দুটি টেস্ট পরে খেলতে চায় বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টসহ পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতির কথা ভেবে টেস্ট সিরিজটি অন্য কোনও সময়ে খেলার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সময়টা কাজে লাগানো যায়।

ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আসলে আমরা দুটি টেস্ট বাতিল করতে যাচ্ছি না। ম্যাচ দুটো অবশ্যই খেলবো। তবে কখন খেলবো ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৯ জানুয়ারি যার প্রস্তুতি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে। তার পর হোম সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে আতিথ্য দেবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি খেলার পর মে মাসে জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে আসবে। এই সফরেই দুটি টেস্টের পাশাপাশি পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা। বিসিবি চায় দুটি টেস্ট না খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দলকে আগেভাগে যুক্তরাষ্ট্রে পাঠাতে। যাতে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে তারা।

বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলবে। ২০১৮ সালে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা সেখানে দুটি ম্যাচ খেলেছিল।

বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ২০ জানুয়ারি ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন। তার আসার পরই আসন্ন বৈশ্বিক টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনা সাজাবে বিসিবি।