আফগানদের উড়িয়ে দিয়ে ভারতের দারুণ জয়

তিন ম্যাচ টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে ভারত। মোহলিতে আফগানিস্তানেক ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

আগে ব্যাটিং করে আফগানিস্তান ১৫৮ রানের লক্ষ্য দেয় ভারতকে। সেই লক্ষ্য ১৫ বল হাতে রেখে টপকে যায় তারা। দারুণ হাফ সেঞ্চুরিতে ম্যাচসেরা হন দুবে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক বছর পর টি-টোয়েন্টিতে ফেরা রোহিত শর্মা রান আউট হন শূন্য রানে। তবে শুবমান গিল ও তিলক ভার্মা মিলে শুরুর ধাক্কা সামাল দেন। গিল ২৩ বলে ১২ ও তিলক ২২ বলে ২৬ রান করে আউট হন । তবে শিবম দুবে জয়ের মূল নায়ক। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটার। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় সাজান অপরাজিত ৬০ রানের ইনিংস। এ ছাড়া জিতেশ শর্মার ৩১ রান করেন। রিংকু সিং অপরাজিত ছিলেন ১৬ রানে।

মুজিব উর রহমান দুটি এবং আজমতউল্লাহ নেন একটি উইকেট।

তার আগে টস হেরে আগে ব্যাট করে আফগানিস্তান সম্মিলিত প্রচেষ্টায় লড়াই করার মতো পুঁজি ১৫৮ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নবী। মুকেশ কুমার ও অক্ষয় প্যাটেল সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।