বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন মালিঙ্গা

গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে বিশ্ব ক্রিকেটে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। সেই আধিপত্য দেখানোর মূলে আছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে বদলে দিয়েছেন বাংলাদেশকে।

বরাবরই বাংলাদেশের মূল শক্তি ধরা হতো স্পিন আক্রমণ। এখন অবশ্য কেউ সেটা দাবি করবে না। অকপটেই স্বীকার করে নেবে বাংলাদেশের মূল শক্তি পেসাররা! দুই বছর আগেও দুইজন পেসার নিয়ে মাঠে নামতো বাংলাদেশ। কিন্তু দিন বদলেছে। এখন তিন কিংবা চার পেসার নিয়েও মাঠে নেমে পড়ে টাইগাররা।

বাংলাদেশের এমন পেস আক্রমণ দেখে অনেক সাবেক ক্রিকেটার বিস্মিত হলেও তারা দলের পেসারদের প্রশংসা করেছেন। যেমনটি করলেন শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। বৃহস্পতিবার মিরপুর একাডেমিতে অনুশীলন করে শ্রীলঙ্কা। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এই লঙ্কান পেসার।

মালিঙ্গা বলেন, ‘বাংলাদেশের পেসাররা উন্নতি করছে। তাদের ক্রিকেটের জন্য এটা অবশ্যই ইতিবাচক দিক।’ তিনি আরও যোগ করেন, ‘এক সময় বাংলাদেশ দুই- তিনজন স্পিনার খেলাতো। আর এখন তারা চারজন পেসার নিয়ে নেমে যাচ্ছে। এটাই প্রমাণ করে, তাদের পেসাররা ভালো করছে। আমি মনে করি, তাদের ভবিষ্যতটা উজ্জ্বল।’

/আরআই/এমআর/