শ্রীলঙ্কা সিরিজের সূচি ঘোষণা

আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী ১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা। ওইদিনই তারা চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
   
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রথমে এই সফরের পূর্ণাঙ্গ সূচিই প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও কিছুক্ষণ পরেই আবার একটি বিজ্ঞপ্তিতে একটি ওয়ানডে ও দুটি টেস্টর সূচি বাদ দিয়ে প্রকাশ করে বিসিবি। আগের সূচি অনুযায়ী শ্রীলঙ্কার বিপক্ষে কোনও ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ছিল না। তিনটি টি-টোয়েন্টি সিলেটে, তিনটি ওয়ানডে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার পর দুটি টেস্ট সিলেট ও চট্টগ্রাম হবে- এভাবে সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে নতুন করে পাঠানো সূচিতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডের সূচি প্রকাশ করে বিসিবি। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও শেষটি হবে বিকাল ৩টায়। কুড়ি ওভারের সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে ১৩ ও ১৫ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হবে। বাকি ওয়ানডে ম্যাচটি কোথায় হবে সেটি দ্বিতীয়বার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। দুটি ওয়ানডে শুরু হবে বেলা আড়াইটায়।

এদিকে ২২ মার্চ প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ। দুটি ম্যাচে কোথায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি বিসিবি। তবে আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম টেস্টটি সিলেটে এবং দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।