রাজকোট ও রাঁচি টেস্টেও খেলবেন না কোহলি!

ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির অনুপস্থিতির সময় আরও বাড়ছে! রাজকোট ও রাঁচি টেস্টেও ভারত তাদের সিনিয়র ব্যাটারকে পাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টে তার খেলা নিয়ে ঘোরতর শঙ্কা প্রকাশ করে খবর ছেপেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ক্রিকইনফোর খবর, ধর্মশালায় ৬ মার্চ শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টেও কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এই সপ্তাহেই শেষ তিনটি টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। সেখানেই কোহলিকে রাখা না রাখার ব্যাপারে বিবেচনা করবেন তারা।

গত ২২ জানুয়ারি, ইংল্যান্ড সিরিজ শুরুর তিন দিন আগে বিসিসিআই ঘোষণা দেয়, ব্যক্তিগত কারণে কোহলি প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। ওই দিনই ভারতীয় ব্যাটার হায়দরাবাদে স্কোয়াডের সঙ্গে যোগ দেন, একই দিন আবার ফিরেও যান।

কোহলির অনুপস্থিতি নিয়ে ওইদিনের বিবৃতির পর আর কিছু বলেনি বিসিসিআই। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। দেশকে প্রতিনিধিত্ব করাই তার কাছে সবার আগে, এই ব্যাপারটি জোর দিয়ে বলেছেন। কিন্তু কিছু ব্যক্তিগত পরিস্থিতির কারণে তার থাকা হচ্ছে না।’

কোহলিকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও সুখবর মিলেছে। প্রথম টেস্টের সেরা ব্যাটার রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল ইনজুরি থেকে সেরে ওঠার পথে। বেঙ্গালুরুর এনসিএ-তে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এনসিএ ফিজিওর চূড়ান্ত রিপোর্ট হাতে না এলেও তাদের দুজনের অবস্থা ইতিবাচক। দুজন না হলেও অন্তত একজনকে পাওয়া যাবে রাজকোটে।

রাহুল ও জাদেজার সঙ্গে দ্বিতীয় টেস্টে বাইরে থাকা মোহাম্মদ সিরাজকে নিয়েও মিলেছে ভালো খবর। পূর্বসতর্কতার কারণে তাকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। নিজের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচে মাত্র ১১ ওভার বল করেছিলেন। ওয়ার্কলোড বিবেচনায় তাকে বিশাখাপত্নমে বিশ্রাম দেওয়া হয়।

সিরিজের দুই ম্যাচ শেষে ভারত ও ইংল্যান্ড ১-১ এ সমতায়। আগামী ১৫ ফেব্রুয়ারি হবে তৃতীয় টেস্ট।