দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন কিউই এই পেসার 

মেরুদণ্ডের ‘স্ট্রেস ফ্র্যাকচার’ কাইল জেমিসনের ক্যারিয়ারে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। এই চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এই পেসার। তাকে বাকি মৌসুমে আর পাওয়া যাবে না।

চোটের যে অবস্থা তাতে পরবর্তী গ্রীষ্ম পর্যন্ত দর্শক হয়েই থাকবেন তিনি। তার মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাসে শুরু হতে যাওয়া দুটি টেস্টও তিনি মিস করতে যাচ্ছেন।  

জেমিসন জানিয়েছেন, ‘বিগত কয়েকটা দিন আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তার পরেও সময়টা কাটিয়ে উঠতে আমার সঙ্গী, পরিবার, সতীর্থ, সাপোর্ট স্টাফ ও বিশেষজ্ঞ চিকিসকের অনেক সহায়তা পেয়েছি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমি জানি ক্রিকেটে ইনজুরি জীবনের একটা অংশ। আমার যে বয়স তাতে আমি আশাবাদী আগামীতে খেলার অনেক সুযোগ আছে আমার সামনে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পরই পিঠে ব্যথার কথা বলেছিলেন জেমিসন। তার পর দ্বিতীয় টেস্টে খেলেননি। পিঠের যে জায়গাটায় নতুন করে তিনি চোট অনুভব করছেন। সেই একই জায়গায় গত বছর সার্জারি করিয়েছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই চোট সারাতে শুধু বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন।