রোজার মধ্যে পাকিস্তানের ক্রিকেটারদের আর্মি ট্রেনিং!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কড়া নজর রেখেছেন দেশটির নবনিযুক্ত বোর্ড প্রধান মোহসিন নাকভি। তার কাছে পাকিস্তানি ক্রিকেটারদের পারফরম্যান্স মনঃপুত লাগেনি। খেলোয়াড়দের ফিটনেস অর্জনে তাই কঠিন এক সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১০ দিন দেশের সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং ক্যাম্প করতে হবে বাবর আজম-রিজওয়ানদের।

মঙ্গলবার ইসলামাবাদে এক হোটেলে কয়েকজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে এই ঘোষণা দেন নাকভি। পিএসএল শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হবে এই ট্রেনিং। পিসিবি প্রধানের আশা, এই ট্রেনিং খেলোয়াড়দের ফিটনেস দ্রুত বাড়াতে সাহায্য করবে।

নাকভি হতাশ কণ্ঠে বলেন, ‘লাহোরে আমি যখন ম্যাচ দেখছিলাম, আমার মনে হয়নি তোমাদের কেউ ছক্কা মেরে বল স্ট্যান্ডে পাঠাতে পারো। এরকম ছয় কারা মারতে পারে, আমার তো মনে হয় বিদেশি খেলোয়াড় ঠিক মারতে পারবে। আমি বোর্ডকে পরিকল্পনা করতে বলেছি যেন প্রত্যেক খেলোয়াড়রা ফিটনেস দ্রুতগতিতে পায়। এজন্য তোমাদেরকে যথাযথ প্রচেষ্টা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সামনে নিউজিল্যান্ড সিরিজ, তারপর আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি বিস্মিত। ‘কবে আমরা ট্রেনিং করবো?’ কোনও সময় নেই। তবে আমরা একটি ফাঁকা সময় পেয়েছি, যখন আমরা কাকুলে (মিলিটারি অ্যাকাডেমি) ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল একটি ক্যাম্প আয়োজন করবো। পাকিস্তান আর্মি তোমাদের ট্রেনিংয়ে সংশ্লিষ্ট থাকবে, আশা করি তোমাদের সাহায্য করবে তারা।’

ছয় মাস ধরে টানা ক্রিকেট খেলতে হবে পাকিস্তানকে। তার আগে পিএসএল শেষে একটুখানি বিশ্রামের ফুরসত মিলেছিল। সেই সময়ে হবে কঠোর এই প্রশিক্ষণ। তাছাড়া ট্রেনিংয়ের জন্য নির্ধারণ করা সময়ে চলবে রমজান মাস। স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় রোজা রেখে ট্রেনিং ক্যাম্পে কতটা ফুরফুরে থাকবেন, সেটাও ভাবার বিষয়।

পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আর্মি ট্রেনিং এটাই প্রথম নয়। ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট সিরিজের আগে কাকুল অ্যাকাডেমিতে আর্মিদের সঙ্গে ট্রেনিং ক্যাম্প করেছিল মিসবাহ উল হকের পাকিস্তান। প্রথম টেস্টেই অধিনায়ক করেন সেঞ্চুরি। তারপর পুশআপ ও আর্মি স্যালুট দিয়ে তার উদযাপন সবার নজর কাড়ে। সিরিজটি ড্র হয় ২-২ এ। পাকিস্তান টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষেও ওঠে।