মিলারকে নিয়ে আকরাম মিথ্যাচার করছে: ফরচুন বরিশাল

ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলে গেছেন কিলার মিলার খ্যাত ডেভিড মিলার। তবে বরিশালের হয়ে তিন ম্যাচে খেলার পারিশ্রমিক সম্পর্কে বোমা ফাটিয়েছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। বিপিএল ক্যাম্পেইন নিয়ে ‘এ স্পোর্টসের’ ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানের মার্চের ১২ তারিখের পর্বে আকরাম বলেছেন, তিন ম্যাচের জন্য মিলার বরিশাল থেকে পারিশ্রমিক পেয়েছেন দেড় লাখ মার্কিন ডলার! বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার মতোন।

ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে এসে মিলার নিজেই বিয়ের খবর জানিয়েছিলেন। দুই ম্যাচ খেলার কথা থাকলেও পরে বরিশাল ফাইনালের টিকিট কাটায় থেকে যান আরও কয়েকটা দিন। সাবেক ক্রিকেটার আকরামের মতে বিপিএলের ফাইনালে খেলাতে মিলারকে বড় অঙ্কের অর্থ দিতে হয়েছে। শোতে ওয়াসিম আকরাম বলেছেন, ‘ডেভিড মিলারকে তিন ম্যাচ খেলার জন্য দেড় লাখ মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল। যে কারণে সে বিয়ে পিছিয়েছে।’

যদিও বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান, ‘ওয়াসিমের এ বক্তব্য একেবারেই মনগড়া। এটি ফলস স্টেটমেন্ট, ভুল তথ্য। ও (মিলার) নিজের ইমোশন দিয়েই ফাইনাল খেলেছে। আকরাম যা বলছে তা পুরোপুরি ভিত্তিহীন।’

বরিশালের ম্যানেজার সাব্বির খান এ প্রসঙ্গে জানান, ‘ওর বিয়ে পিছিয়ে যায়নি। ওর বিয়ে ৯ তারিখে হয়েছে। আগেও ৯ তারিখে ছিল, পরেও ৯ তারিখে ছিল। ও প্রথমে চেয়েছিল ফাইনাল না খেলে একটু আগে ভাগে পরিবারকে সময় দিতে। কিন্তু বরিশাল ফাইনালে উঠার কারণে কয়েকদিন পর সে পরিবারের সাথে যোগ দেয়। এর বেশি কিছু না। বিয়ে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ কিংবা কারণ ছিল না।’

মিলারের পারিশ্রমিক সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান জানান, ‘১০ হাজার মার্কিন ডলার চুক্তি হয়েছিল মিলারের সঙ্গে। সেই অঙ্ক ওয়াসিমের কাছে কীভাবে দেড় লাখ মার্কিন ডলার হয়ে গেলো তা বোধগম্য নয়। এ ধরনের পারিশ্রমিকের কথা চিন্তা করাও অবান্তর।’