দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ

দেখতে দেখতে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরেকটি মৌসুম। সেখানে অংশ নিতে আজ মঙ্গলবার ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি এবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতাবেন। 

যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়ে এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোস্তাফিজ। বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘রোমাঞ্চ নিয়ে নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি আমি। আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সেরাটা দিতে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভালো বোলিং করেছিলেন এই বাঁহাতি পেসার। নিয়েছেন দুটি উইকেট। যদিও শেষ ওভারের কোটা পূরণ করতে পারেননি। চট্টগ্রামে তীব্র গরমে ক্র্যাম্প নিয়ে মাঠ ছেড়েছেন। তার জন্য স্বস্তির বিষয়টা হলো শরীরে গুরুতর কোনও সমস্যা দেখা দেয়নি। 

আইপিএলে এটা মোস্তাফিজের সপ্তম মৌসুম। আগের বার সেখানে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। এবার তাকে ২ কোটি রুপির ভিত্তি মূল্যে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। 

২২ মার্চ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মোস্তাফিজের চেন্নাই। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই একাদশে স্থান পেতে পারেন তিনি। কারণ দলটির বিদেশি আরেক পেসার শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ছিটকে গেছেন।