টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দেশের একটি গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। বিসিবিও পরে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানায়।

লিপু বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে। আমরা নিশ্চিত করছি সে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছে। তার ইনজুরি নিয়ে বিস্তারিত তথ্য আমরা জানাবো এবং সময়মতো তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হবে।’

সবশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৬৫ রানের শক্ত জুটিতে অবদান রাখেন মুশফিক। ওই ম্যাচে ৭৩ রানে অপরাজিত ছিলেন উইকেটকিপার ব্যাটার। শেষ ম্যাচেও খেলেন ৩৭ রানের অপরাজিত ইনিংস। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের সঙ্গে তার ৪৮ ও ৫৯ রানের গুরুত্বপূর্ণ জুটি ছিল।

আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে টেস্ট সিরিজ। ২৯ মার্চ চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।