তামিমের হাফ সেঞ্চুরির পরও হারলো প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ডে এসে হারের মুখ দেখলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রবিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৮১ রান সংগ্রহ করে তারা। জবাবে খেলতে নেমে ২১ বল আগেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ফতুল্লায় শুরুতেই উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। ওপেনার তামিম ইকবাল ও লেট অর্ডারে ব্যাটিং করা অলক কাপালির ব্যাটে কোনোরকমে ৪৯.১ ওভারে ১৮১ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। তামিম ৮৮ বলে ৬ চারে খেলেন ৫৪ রানের ইনিংস। কাপালি ৪৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। 

গাজী গ্রুপের আব্দুল গাফফার ২৪ রানে নিয়েছেন চারটি উইকেট। শেখ পারভেজ জীবন ও  মঈন খান নিয়েছেন দুটি করে উইকেট।

১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রানে তিন উইকেট হারায়। তবে সাব্বির হোসেন সিকদারের ৬৪ রানের ওপর দাঁড়িয়ে গাজী গ্রুপ ৪৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে। ৮৩ বলে ৮ চারে ৬৪ রান করে স্বেচ্ছায় অবসরে যান সাব্বির। এছাড়া মাহফুজুর রাব্বি ২৮ ও প্রীতম কুমার ২৬ রানের ইনিংস খেলেন।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে হাসান মাহমুদ, আশিকুজ্জামান, নাজমুল অপু ও কাপালি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।