X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

ভালো বলকে রেসপেক্ট করেই ৫০ ওভার ব্যাটিং করেছি: মুর্শিদা

রবিউল ইসলাম
২৩ মে ২০২৪, ২০:৫৪আপডেট : ২৩ মে ২০২৪, ২০:৫৪

কেরাণীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে বিকেএসপি ৩২১ করে সর্বোচ্চ রানের সিংহাসন ছিল তাদের দখলে। দুই বছরের ব্যবধানে নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নিলো ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ৩৯২ রানের বিশাল সংগ্রহে সবচেয়ে বেশি অবদান মুর্শিদা খাতুনের। টপ অর্ডার এই ব্যাটার খেলেছেন ক্যারিয়ার সেরা ১৭৯ রানের ইনিংস। 

অবশ্য মোহামেডানের হয়ে শুরুতে ঝড় তুলেছেন ভারতীয় ক্রিকেটার জাসিয়া আখতার। পরে দলকে এগিয়ে নেন মুর্শিদা ও সোবহানা মোস্তারি। দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। পাক্কা ৫০ ওভার ব্যাটিং করে রেকর্ডবুক তছনছ করে মুর্শিদা দারুণ খুশি। সামনে নিজেদের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে মাথায় রেখে ৫০ ওভারের লিগকেই কুড়ি ওভারের প্রস্তুতির মঞ্চ বানাচ্ছেন তিনি। এখানেই নিজ উদ্যোগে টুকটাক কিছু পরীক্ষা-নিরীক্ষা সারছেন টপ অর্ডার এই ব্যাটার।

বিকেএসপির তিন নম্বর মাঠে গুলশানের বিপক্ষে অবিশ্বাস্য এক রেকর্ডের জন্ম দিয়েছে মোহামেডান। বাংলাদেশর ঘরোয়া ক্রিকেটে ওপেনিংয়ে নেমে ৫০ ওভার ব্যাটিং করার নজির খুব একটা নেই। বৃহস্পতিবার এই কীর্তিই গড়লেন মুর্শেদা। বাংলা ট্রিবিউনকে নিজের অনুভূতি জানিয়ে টপ অর্ডার এই ব্যাটার বলেছেন, ‘এমন আবহাওয়াতে ৫০ ওভার ব্যাটিং করা কঠিন। পেশাদার ক্রিকেটার হিসেবে এসবের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। খুবই ভালো লাগছে, শেষ পর্যন্ত খেলতে পেরেছি। নটআউট ছিলাম। দলকে বড় একটা সংগ্রহ এনে দিতে পেরেছি। আমার পার্টনার সোবাহানাও আমার সঙ্গে ভালো ক্রিকেট খেলেছে। কম্বিনেশনটা আমাদের অনেক ভালো ছিল, যার কারণেই এত লম্বা সময় ব্যাটিং করতে পেরেছি।’

ঝড়ো ব্যাটিং করে বিদেশি ক্রিকেটার জাসিয়া ৭৫ রানে বিদায়ের পর দ্বিতীয় উইকেটে সোবহানা-মুর্শিদা মিলে গড়েন ২৫৭ রানের জুটি। ইনিংস শেষ হওয়ার দুই বল আগে আউট হন সোবহানা। মুর্শিদা অবশ্য সেঞ্চুরি ছুঁয়ে ডাবল সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন। ২টি ছক্কার সঙ্গে ২৩টি চার মেরে খেলেন ১৭৯ রানের অপরাজিত ইনিংস। তার এই ইনিংসের কল্যাণেই মোহামেডান ৩৯২ রানের সংগ্রহ দাঁড় করায়। রেকর্ড বুকে নিজের ও মোহামেডানের নাম দেখে দারুণ খুশি মুর্শিদা, ‘অবশ্যই, অনেক ভালো অনুভূতি। ম্যাচ শেষে যখন শুনলাম এটা রেকর্ড হয়েছে, অনুভূতি খুব ভালো ছিল। সবাই অনেক শুভেচ্ছা জানাচ্ছে, খুব ভালো লাগছে।’

সোবহানার সঙ্গে জুটি গড়ার প্রেক্ষাপট নিয়ে মুর্শিদা বলেছেন, ‘আমার পরিকল্পনা ছিল রান করা। বল টু বল খেলবো। বাজে বলে রান উঠাবো, ভালো বলকে রেসপেক্ট করবো। আসলে ভালো বলগুলোকে রেসপেক্ট করেছি বলেই  আমি ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছি। সোবাহানাকে আমি বাবু বলে ডাকি। ওকে আমি বলেছি, ‘বাবু তুমি তোমার ন্যাচারাল খেলাটা খেলো। চাপ নেওয়ার প্রয়োজন নেই।’ ৫ ওভার, ৫ ওভার করে আমরা পরিকল্পনা সেট করেছিলাম। আন্তর্জাতিক ম্যাচে ওর সঙ্গে নিয়মিতই আমাকে জুটি বাঁধতে হয়।  এইসব ব্যাপার মাথায় থাকে। তবে আন্তর্জাতিক ক্রিকেট আর ঘরোয়া ক্রিকেটতো এক নয়। এখানে রান করা এতটা কঠিন নয়, যেটা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সংগ্রাম করে করতে হয়। গত কয়েক ম্যাচে আমরা রান করতে পারেনি। এখানে রান করতে পারলে, সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে।’

এভাবে আগ্রাসী ব্যাটিং করতে নেমে কোন চাপ ছিল না দুই দলের ব্যাটারদের। অথচ কিছুদিন আগেই ভারতের বিপক্ষে বাংলাদেশর টপ অর্ডার নিয়মিতই ধসে পেড়েছে। এই সোবাহনা-মুর্শিদারাই দলের হাল ধরতে পারেননি। কেন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হচ্ছেন তারা। এমন প্রশ্নে মুর্শিদার উত্তর, ‘আমার ব্যক্তিগত কথা যদি বলি, তাহলে টিমের তো একটা পরিকল্পনা থাকে। আবার আমার নিজেরও কিছু পরিকল্পনা থাকে। ওটার সঙ্গে কখনও কখনও মেলাতে পারছি না। মাঠে নেমে দলের পরিকল্পনাগুলোর সঙ্গে নিজের পরিকল্পনাগুলো না মিললেও আসলে সফল হওয়া যায় না। আমার ক্ষেত্রে গত কিছু ম্যাচে এই ব্যাপারটাই টি-টোয়েন্টিতে আপনি যখন দুই-একটা বল ডট দিবেন, সেক্ষেত্রে আপনার মধ্যে চাপ তৈরি হবে। এগুলো মাঝে মধ্যে মেলানো যায় না। আমি চেষ্টা করছি, ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে। হয়তো ভিন্ন ফরম্যাট, তারপরও প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে অনেককিছুই ওয়ার্কআউট করার চেষ্টা করছি।’

উইমেন্স প্রিমিয়ার লিগে এবার পুল করে দেয়নি বিসিবি। ফলে তারকা ক্রিকেটাররা সব বড় দলগুলোতেই খেলছে। এই কারণে নতুন দলগুলো খর্বশক্তির দলে পরিণত হয়েছে। এই অবস্থায় কতখানি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নারী লিগে। সেটি নিয়েও আছে প্রশ্ন। মুর্শিদা অবশ্য ভিন্নমত পোষণ করলেন, ‘দুই-একটা দল একটু দুর্বল। বিশেষ করে যারা প্রথম বিভাগ থেকে উঠে এসেছে সেই দলগুলো তুলনামূলক দুর্বল। আমাদের আরও কিছু ব্যাকআপ ক্রিকেটার থাকলে সুবিধা হতো। এমনিতে ৪-৫ টা দল কিন্তু অনেক ভালো। ম্যাচ কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
নারীদের লিগে চ্যাম্পিয়ন মোহামেডান
দিলারার টানা দ্বিতীয় বিস্ফোরক সেঞ্চুরি
দিলারার দ্রুততম সেঞ্চুরিতে আবাহনীর চারশ পার
সর্বশেষ খবর
মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
ঈদের মোনাজাতমর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
হাতের যত্নে একটু সময়
হাতের যত্নে একটু সময়
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: মির্জা ফখরুল
ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ