নভেম্বরে অস্ট্রেলিয়া-ভারতের পাঁচ টেস্টের সিরিজ

ঘরের মাঠে গ্রীষ্মকালের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ওই সূচি অনুযায়ী শুরুতে পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের ৬টি ম্যাচ, তার পর ভারতের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। 

১৯৯১-৯২ সালের পর অস্ট্রেলিয়া-ভারত এই প্রথম বোর্ডার-গাভাস্কার ট্রফির অংশ হিসেবে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২২ নভেম্বর পার্থে। তার পর অ্যাডিলেডে দিবা রাত্রির টেস্ট ৬ ডিসেম্বর। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ১৪ ডিসেম্বর, চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বরে মেলবোর্নে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি। ভারত অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ দুটি টেস্ট সিরিজেই জিতেছে। ব্যবধান ছিল ২-১। 

ভারতের বিপক্ষে সিরিজের আগে অজিরা পাকিস্তানকে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে আতিথ্য দেবে। ওয়ানডে সিরিজটি দুই দলেরই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির মঞ্চ। পাকিস্তানের টুর্নামেন্ট শুরুর আগে এটাই হবে অস্ট্রেলিয়ার শেষ ওয়ানডে সিরিজ। মেলবোর্নে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। বাকি দুই ওয়ানডে ৮ ও ১০ নভেম্বর। শেষ দুই ওয়ানডের ভেন্যু অ্যাডিলেড ও পার্থ।

ব্রিসবেনে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। সিডনি ও হোবার্টে বাকি দুই ম্যাচে ১৬ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।