X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পেয়ে যা বললেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৪, ১৭:৫৯আপডেট : ০৯ মে ২০২৪, ১৭:৫৯

দারুণ ছন্দে আছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচে দারুণ বোলিংয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন এই পেসার। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ক্যারিয়ার সেরা ২৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে নিজের বোলিং নিয়ে কথা বলেছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে এখন পর্যন্ত সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হচ্ছেন তাসকিন। ৮.৮৩ গড়ে ৬ উইকেট নিয়েছেন। তাতে ৬ ধাপ এগিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে তাসকিনের বলের গতিও বেড়েছে। নিজের বোলিং নিয়ে বলতে গিয়ে তাসকিন বলেছেন, ‘আসলে শেষ বিশ্বকাপ যখন খেললাম, তখন সোরনেস বিল্ড করেছিল। এরপর আড়াই মাস রিহ্যাব করেছি। বিপিএল দিয়ে স্টার্ট করছি। বিপিএলের শুরুর দিকে রিদম নিয়ে একটু ধুঁকতে হয়েছে। কিন্তু শেষ দিক থেকে ভালো হওয়া শুরু হয়েছে, শ্রীলঙ্কা সিরিজে আরও একটু ভালো হয়েছে। ফাস্ট বোলারদের জন্য রিদমটা একটা বিষয়। সঙ্গে ভালো ট্রেইনিং তো করছিই। আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে।’

সামনে আরও ভালো পারফরম্যান্স হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাসকিন, ‘সবসময় চেষ্টা করছি যে ফাস্ট বোলার হিসেবে শুধু ভ্যারিয়েশন নয়, পেসটাও যেন ঠিক থাকে। আমার কাছে দল চাইবেই যেন ভালো পেসে বল করি। পুরো বিষয়টাই রিদমের। ভালো হচ্ছে আল্লাহর রহমতে। আশা করছি সামনে আরও ভালো হবে।’

শুধু তাসকিন নয়, পেস আক্রমণে শরিফুল ইসলামও দারুণ ছন্দে আছেন। মোস্তাফিজ আইপিএলে জানান দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। ১৮ মাস পর জাতীয় দলে ফিরে সাইফউদ্দিনও দেখালেন তিনি প্রস্তুত। তরুণ তানজিদ হাসান সাকিবও দারুণ অবস্থায় আছেন। সবকিছু মিলিয়ে পেস আক্রমণ যথেষ্ট ভালো। পেস বিভাগ নিয়ে তাসকিন বলেছেন, ‘এটা খুবই ভালো ইঙ্গিত যে বাংলাদেশে ভালো ফাস্ট বোলার আসছে। অবশ্যই বাড়তি অনুপ্রেরণা দেয় ডমেস্টিকে আমরা জাতীয় দলের ফাস্ট বোলাররা একটু কনসিস্টেন্ট হয়েছি আগের তুলনায়। এটা যদি চলতে থাকে, এর বাইরে আমাদের বোলাররা যদি অফ টাইমে বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলে সব মিলিয়ে আমাদের উন্নতিটা আরও বেশি হবে।’

তাসকিন আরও বলেছেন, ‘সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস হয়েছে লাইফস্টাইল ও মেন্টেইনেন্সে, সবাই আস্তে আস্তে জানতে পারছি। তো এই বিষয়গুলা সবাইকে হেল্প করছে ভালো করতে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে ইনশাহআল্লাহ।’

খুব ভালো অবস্থায় ছিলেন না মোস্তাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কয়েক ম্যাচে তাকে বিশ্রাম দিতে বাধ্য হয়েছিলেন টিম ম্যানেজমেন্ট। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমেই ছন্দ ফিরে পান বাঁহাতি এই পেসার। মোস্তাফিজের প্রশংসা করতে গিয়ে তাসকিন বলেছেন, ‘আল্লাহর রহমতে এবারের আইপিএলে খুব ভালো করছে মোস্তাফিজ। ওকে আনার কারণ হচ্ছে, ও যেন দলের পরিকল্পনাটা, দলের সংস্কৃতিটা আরও একটু ভালোভাবে জেনে যেতে পারে বিশ্বকাপে। সঙ্গে কয়েকটা দিন বিশ্রাম নেওয়ার সুযোগও যেন পেতে পারে, কারণ ও আমাদের অন্যতম সেরা বোলার। অবশ্যই ও একটা ভালো আইপিএল কাটিয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। ইনশাহআল্লাহ যদি ফ্রেশ থাকে, ফিট থাকে, ভালো কিছুই হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে প্রিমিয়ার লিগ খেলা হয়নি সৌম্য সরকারের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচেও সুযোগ পাননি তিনি। তবে শেষ দুই ম্যাচের স্কোয়াডে আছেন বাঁহাতি পেসার। সৌম্যর আপডেট দিতে গিয়ে তাসকিন বলেছেন, ‘সৌম্য ভাই শেষ কিছু দিনে ভালো ট্রেইনিং করেছে। যতটুকু দেখে বুঝলাম, সে খেলার জন্য ফিট। এই কারণে দলেও আছে। প্রত্যেকটা দল ঘোষণার আগে মেডিক্যাল ট্রেইনার প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে ফিডব্যাক দেয়। খেলবে কি খেলবে না, তা নিয়ে ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে। তবে আমি নিশ্চিত যে সে ফিট আছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
শান্তর ডেপুটি হিসেবে তাসকিন কেন?
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে নেই তাসকিন!
সর্বশেষ খবর
ওলামা লীগে ধর্মের নামে ব্যবসা চলবে না: ওবায়দুল কাদের
ওলামা লীগে ধর্মের নামে ব্যবসা চলবে না: ওবায়দুল কাদের
৮ ওভারেই ম্যাচ জিতলো রূপালী ব্যাংক
নারী প্রিমিয়ার লিগ৮ ওভারেই ম্যাচ জিতলো রূপালী ব্যাংক
ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট চলছে
ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট চলছে
ডাকাতি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৪
ডাকাতি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু