মেয়েদের এশিয়া কাপে শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশ  

এই বছর মেয়েদের এশিয়া কাপ হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। ডাম্বুলায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি ১৯ জুলাই শুরু হতে যাচ্ছে। চলবে ২৮ জুলাই পর্যন্ত।

গতবারের চেয়ে টুর্নামেন্টে একটি দল বেড়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সেটা অনুষ্ঠিতও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গতবার সেমিফাইনালের আগে সবাই একে অপরের বিপক্ষে খেললেও এবার তাতে পরিবর্তন এসেছে। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’ তে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত (রেকর্ড সাতবারেরও চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া। 

গ্রুপ পর্বে প্রতিদিন খেলা হবে দুটি ম্যাচ। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে খেলবে ২৬ জুলাই। তার পর শিরোপা লড়াই ২৮ জুলাই। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। ২২ জুলাই দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড। তার পর ২৪ জুলাই খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। সবগুলো ম্যাচই হবে ডাম্বুলায়। 
 
সিলেটে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই টুর্নামেন্ট হচ্ছে প্রস্তুতির মঞ্চ।