বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করার সুযোগ পাচ্ছে পাকিস্তান। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের সঙ্গে এবার যুক্ত হলো আয়ারল্যান্ড সিরিজ। এই তিন দলের সঙ্গে মোট ১২ ম্যাচ খেলবে পাকিস্তান।

শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সফরের সূচি ঘোষণা করে। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১০ মে। ১২ ও ১৪ মে হবে বাকি দুই টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ হবে ডাবলিনের ক্যাসেল এভিনিউয়ে।

পাকিস্তান আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিউজিল্যান্ড আসবে পাকিস্তানে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ১৮ এপ্রিল। শেষ ম্যাচ ২৭ এপ্রিল। তারপর চার টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে যাবে পাকিস্তান, সিরিজ শুরু হবে ২২ মে।

পাকিস্তানের সবশেষ আয়ারল্যান্ড সফর ছিল ২০১৮ সালে। স্বাগতিকরা প্রথমবার টেস্ট খেলতে নেমেছিল। ২০২০ সালের জুলাইয়ে ডাবলিনে দুই দলের টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়।

বিশ্বকাপেও দুই দল মুখোমুখি হবে। ১৬ জুন ওই ম্যাচের আগে এই সিরিজে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান ও আয়ারল্যান্ড।