সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বৈরথ নিয়ে আলোচনা ছিল। কিন্তু সাকিব ওমরা পালন করতে সৌদি আরবে থাকায় শেখ জামালের হয়ে মাঠে নামতে পারেননি। তামিম অবশ্য প্রাইম ব্যাংকের হয়ে ঠিকই মাঠে নেমেছিলেন। সাকিব না থাকলেও সমস্যা হয়নি শেখ জামালের। তামিমের দল প্রাইম ব্যাংককে ৭৩ রানে হারিয়েছে তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে সাইফ হাসানের সেঞ্চুরিতে শেখ জামাল ৬ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ব্যাংকের তামিমই কেবল একা লড়াই করেছেন। যদিও চারবার জীবন পেয়েও তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আগের পাঁচ ইনিংসে চার ফিফটি করা তামিম এবারও থেমেছেন ফিফটিতে। শুরুতে জীবন পাওয়া সাইফকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন। পঞ্চমবার আর ভুল করেননি নুরুল হাসান সোহান। তামিমের ব্যাট থেকে ৭০ বলে ৫টি চারের মারে আসে ৬৯ রান। 

তামিম ছাড়া আর কেউই প্রভাব ফেলতে পারেননি। মিঠুনের ব্যাট থেকে আসে ৪২ এবং জাকির হাসানের ব্যাট থেকে আসে ৩৩ রানের ইনিংস। সবমিলিয়ে প্রাইম ব্যাংক ৪৪.১ ওভারে ২১৯ রানে অলআউট হয়েছে।

শেখ জামালের বোলারদের মধ্যে টিপু সুলতান ৫৩ রানে চারটি উইকেট নিয়েছেন। এছাড়া সাইফ হাসান, রবিউল ইসলাম, তাইবুর রহমান প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটিং করে সাইফ হাসানের সেঞ্চুরিতে ২৯২ রান সংগ্রহ করে শেখ জামাল। ১২০ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলেছেন সাইফ। সৈকত আলী ৪৩, ফজলে মাহমুদ ৪২ এবং জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে হাসান মাহমুদ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। রেজাউর রহমান রাজা ও রুবেল হোসেন নেন একটি করে উইকেট।