মোস্তাফিজকে অনেক আত্মবিশ্বাসী দেখাচ্ছে: গাভাস্কার

আইপিএলে নিজের প্রথম আসরে ফর্মের তুঙ্গে ছিলেন মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা এনে দিয়ে হন সেরা উদীয়মান তারকা। তারপর থেকে ধার যেন কমতে থাকে। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে সেই মোস্তাফিজকেই দেখা যাচ্ছে। ভারতীয় লিজেন্ডারি ব্যাটার সুনীল গাভাস্কার তার প্রশংসায় পঞ্চমুখ।

চেন্নাইয়ের পাঁচ ম্যাচের মধ্যে চারটি খেলেছেন মোস্তাফিজ। বিশ্বকাপে যাওয়ার ভিসা করার কারণে দেশে ফেরায় একটি ম্যাচ খেলা হয়নি। অভিষেকেই আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং করেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এই চার ম্যাচে ৮ ইকোনমি রেটে ৯ উইকেট নেন মোস্তাফিজ। 

বাংলাদেশের কাটার মাস্টারকে এবার অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে, বললেন গাভাস্কার, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত মোস্তাফিজুর যেভাবে বোলিং করছেন (তা অসাধারণ)। যেভাবে সে  স্লোয়ার করছে, স্লোয়ার বাউন্সার দিচ্ছে। আমরা গত বছর কিংবা তার আগে যেমনটা দেখেছি তার চেয়ে সে আসলেই অনেক ভালো বোলিং করছে। তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে। যাই হোক না কেন, তাকে একেবারে ভিন্ন রকম লাগছে এবং আগের চেয়ে ভালো বোলার মনে হচ্ছে।’