তুষারের সেঞ্চুরিতে উড়ে গেলো গাজী টায়ার্স

ঈদের ছুটি শেষে ফের শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রূপগঞ্জ।

শুভাগত হোমের বোলিংয়ের সামনে ১৫০ রানে থেমে যায় গাজীর ইনিংস। ১৫১ রানের জবাবে খেলতে নেমে দুই ওপেনার তুষার ও সাদমান ইসলামের অবিচ্ছিন্ন ১৫২ রানের ওপেনিং জুটিতে ১৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। তুষার সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ৬৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে সাদমান ৫১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া গাজী টায়ার্স ব্যাটিংয়ে খেই হারিয়েছে। রূপগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৪.২ ওভারে ১৫০ রানে অলআউট হয় তারা। দুই ওপেনার ইফতেখার হোসেন ইফতি ও মোহাব্বত হোসেন রোমান মিলে ওপেনিংয়ে ৪১ রানের জুটি গড়েছিলেন। তার পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী টায়ার্স। ইফতি ৩০ ও রোমানের ব্যাট থেকে আসে ২৬ রানের ইনিংস।

রূপগঞ্জের হয়ে শুভাগত হোম সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আব্দুল হালিম নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও শামীম হোমেন পাটোয়ারি।