আইপিএলের জন্য ছুটি বাড়লো মোস্তাফিজের

চলমান আইপিএলে খেলার জন্য মোস্তাফিজুর রহমানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির দেওয়া অনাপত্তিপত্র অনুযায়ী এতদিন ৩০ এপ্রিল পর্যন্ত খেলার অনুমতি ছিল। সেই ছুটি বাড়ানো হয়েছে আরও এক দিন। অর্থাৎ ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষেও খেলতে পারবেন চেন্নাই সুপার কিংসের এই তারকা। তার পরেই দেশে ফিরবেন।

বাংলা ট্রিবিউনকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেছেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজের এনওসি ছিল। আমরা সেটা আরও একদিন বাড়িয়েছি। এখন ১ মে ম্যাচ খেলে মোস্তাফিজ ফিরে আসবে।’

সামনেই রয়েছে জিম্বাবুয়ে সিরিজ। আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্যই মোস্তাফিজ আইপিএলে পুরোপুরি খেলতে পারছেন না। জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে ২৮ এপ্রিল। আর ৩ মে চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। 

ছুটি বেড়ে যাওয়ায় এখন চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। যেটা তার জন্য আরও বেশি উইকেট নেওয়ার সুযোগও! পাঁচ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৯.১৫ ইকোনমিতে ১০ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখন ৩ নম্বরে রয়েছেন। ১০ উইকেট নিয়েও ভালো ইকোনমির জন্য দুইয়ে আছেন যশপ্রীত বুমরা। ১১ উইকেট নিয়ে সবার ওপরে যুজবেন্দ্র চাহাল।