টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট

বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। স্প্রিন্ট ট্র্যাকে দাপট দেখানো এই অ্যাথলেট কম বয়সে ক্রিকেটও খেলেছেন। ফুটবলেও তার সমান আগ্রহ। জ্যামাইকান এই কিংবদন্তিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে।

জ্যামাইকার হয়ে ক্রিকেট খেলে বেড়ে ওঠা বোল্ট বলেছেন, ‘ক্রিকেট যেখানে জীবনের একটি অংশ, সেই ক্যারিবিয়ান থেকে এসেছি আমি। এই খেলা সবসময় আমার হৃদয়ের বিশেষ জায়গা দখল করে আছে। এই ধরনের সম্মানজনক টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি সম্মানিত।’

আইসিসির বিবৃতিতে তিনি বলেন, ‘আমার শক্তি ও উদ্যম বিশ্বকাপে বিলিয়ে দিতে এবং বৈশ্বিকভাবে ক্রিকেটের বিকাশে অবদান রাখতে আমি উন্মুখ হয়ে আছি।’

ক্যারিবিয়ান দ্বীপে হতে যাওয়া ম্যাচগুলোতে ‘নাচ, গান ও উচ্চ শক্তি’ প্রত্যাশা করছেন। একই সঙ্গে বর্তমানের চেয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেটের আরও বড় কেন্দ্র হয়ে উঠবে বিশ্বাস তার।