চিতার আক্রমণে আহত জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার 

চিতা বাঘের আক্রমণে আহত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল। মাথা ও হাতে মারাত্মকভাবে আহত হওয়ায় আঘাতপ্রাপ্ত জায়গায় সার্জারি করতে হয়েছে তাকে। তবে ৫১ বছর বয়সী এখন স্থিতিশীল অবস্থায় আছেন। 

ঘটানাটা ঘটেছে এই সপ্তাহে। জিম্বাবুয়ের হয়ে ১৯৯৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ৬টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে খেলা হুইটালের হুমানিতে পারিবারিক সাফারি ব্যবসা আছে। তার স্ত্রী হানার দেওয়া ফেসবুক পোস্টের মাধ্যমেই ওই ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। চিতার আক্রমণে চোটের অবস্থা আরও ভয়াবহ হতে পারতো। কিন্তু পোষ্য কুকুর হুইটালকে বাঁচাতে দ্রুত ছুটে আসায় সেটি আর হয়নি। তার পর এয়ারলিফট করে হারারেতে নিয়ে আসা হয় তাকে। 

হুইটাল এর আগেও মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন! প্রায় দশ বছর আগে একটি আট ফুটের ১৬৫ কেজি কুমির তার হুমানি গেম রিজার্ভের বেড রুমে ঢুকে পড়েছিল। অবিশ্বাস্য হলেও সত্যি তার বিছানার নিজে কুমিরটি সারা রাত লুকিয়ে ছিল!