ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি

ঢাকা প্রিমিয়ার লিগে বিতর্ক ছাপিয়ে মোহামেডানের জয়ের নায়ক রনি তালুকদার। তার দারুণ সেঞ্চুরির ওপর ভর করেই মোহামেডান ৩১৭ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে। বড় লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংক ২৮৪ রানে অলআউট হওয়ায় ৩৩ রানের জয় পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এই জয় ছাপিয়ে আলোচনায় ‘ছক্কা’ মেরে মুশফিকুর রহিমের আউটের ঘটনা। এই আউটের জের ধরে ম্যাচ শেষে প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা কেউই মোহামেডানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি।

ঘটনাটা ছিল ৩৩.৪ ওভারের। স্পিনার নাঈম হাসানের অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারি মুশফিক টেনে উড়িয়ে মারেন। ডিপ মিড উইকেটে থাকা মোহামেডানের পেসার আবু হায়দার অনেকটা দৌড়ে লাফিয়ে দারুণ দক্ষতায় ক্যাচটি লুফেও নেন। এ সময় তার পা বাউন্ডারি দড়ি স্পর্শ করে, যদিও সেটি খেয়াল করেননি তিনি। ক্যাচ নিয়েই উল্লাসে মাতেন। শুরু হয় মোহামেডানের উইকেট উদযাপন। আউট ভেবে সাজঘরের পথে হাঁটা ধরেন ১২ বলে ১০ রান করা মুশফিক। একটু পরই তাকে থামান মাঠের আম্পায়ার। সীমানা ঘেঁষে ভেতরে অপেক্ষা করতে থাকেন তিনি। 

কিছুক্ষণ পর প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা বিসিবির ইউটিউব চ্যানেল থেকে ক্যাচের ওই দৃশ্য রিপ্লেতে বারবার দেখে আম্পায়ারদের উদ্দেশ্যে কিছু বলতে থাকেন। কিন্তু প্রিমিয়ার লিগে থার্ড আম্পায়ার নেই, ফলে টিভি রিপ্লেরও ব্যবস্থা নেই। তাই নির্দিষ্ট ঘটনা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়ার মতো দায়িত্বশীল কেউ নেই কোনও ভেন্যুতেই। যার ফলে অনেক সময় অনুমাননির্ভর সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে। এই ম্যাচেও অনেকটা অনুমানের ওপর নির্ভর করে মুশফিক আউট হয়েছেন।

এই আউটকে ঘিরে ম্যাচ চলাকালে খুব বেশি উত্তেজনা না ছড়ালেও ম্যাচের শেষে কিছুটা উত্তেজনা দেখা গেছে। তারই বহিঃপ্রকাশ হিসেবে প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল ছাড়া আর কেউই সৌজন্যতা দেখাতে ড্রেসিংরুম থেকে বের হননি।

প্রাইম ব্যাংকের কেউই ম্যাচ শেষে সৌজন্যতা দেখাতে এগিয়ে আসেননি। কী কারণে এমনটা হলো এই প্রশ্নে রনি বলেছেন, ‘আমরা তো মাঠেই ছিলাম। বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার। এটা নিয়ে আমার কোনও মন্তব্য নেই।’

তখন মুশফিকের ছক্কা মেরে আউট হওয়া নিয়ে মন্তব্যও করতে চাননি রনি, ‘সেটা আম্পায়ার জানেন। মাঠে আম্পায়ার ছিল। বললাম তো, তারাই ভালো জানেন।’

এর আগে অবশ্য আবু হায়দার রনির কলটাকেই চূড়ান্ত রায় হিসেবে মেনে নিতে হবে বলে মত দেন রনি তালুকদার। কেননা বাউন্ডারি লাইনে তিনিই ক্যাচটা নিয়েছিলেন। এ প্রসঙ্গে সেঞ্চুরিয়ান রনি বলেছেন, ‘এই আউট নিয়ে রনিই ভালো জানে। কারণ রনি ক্যাচটা ধরেছে। রনির ওপরেই পুরোটা নির্ভর করবে। ও যেই সিদ্ধান্তটা দেবে সেটার ওপরেই…কারণ এখানে তো ওইভাবে ক্যামেরা ছিল না। থার্ড আম্পায়ার যদি থাকতো, তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো। এখন এটা খেলোয়াড়দের ওপরেই যায়।’