X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ফাইনালে মোহামেডানের সঙ্গী আবাহনী নাকি কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ১৬:৪৯আপডেট : ১৩ মে ২০২৪, ১৭:১৫

এই মৌসুমে আবাহনী লিমিটেড এখন পর্যন্ত কোনও ট্রফি জিততে পারেনি। বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুললেও তাদের সুযোগ রয়েছে ফেডারেশন কাপে ট্রফি জেতার। কাল মঙ্গলবার সেমিফাইনালে কিংসের মুখোমুখি হতে যাচ্ছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। জিততে পারলে ২১ মে মোহামেডানের বিপক্ষে ফাইনালে খেলবে।

ফাইনালে ওঠা যে বেশ কঠিন তা সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই পরিষ্কার। কিংস তিন ম্যাচ আগেই লিগে শিরোপা উৎসব করেছে। সেখানে আবাহনীর অবস্থান ছিল তৃতীয়। এছাড়া লিগে লড়াই করলেও জীবন-হৃদয়রা হার এড়াতে পারেনি। কাল অবশ্য মাঠে লড়াই করে ঘুরে দাঁড়াতে চায় একসময়ের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল। দলের অন্যতম মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামবো। শেষ সময় পর্যন্ত একই তাল লয়ে খেলতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আশা করছি সবাই নিজেদের সেরাটা দিতে পারবে।’

দলের ম্যানেজার কাজী নজরুল ইসলামও আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা লিগ কিংবা স্বাধীনতা কাপ পাইনি। ফেডারেশন কাপে সম্ভাবনা আছে। কাল যদি সবাই ভালো খেলতে পারে তাহলে হয়তো ফাইনালে যেতে পারবো। তবে কিংস ভালো দল। তাদের বিপক্ষে লড়াইটা জমজমাট হবে।’

ফাইনালে মোহামেডানের সঙ্গী আবাহনী নাকি কিংস

ময়মনসিংহে বসুন্ধরা কিংসও পুরোপুরি উৎসব করেনি। তাদের মগজে ফেডারেশন কাপের সেমিফাইনাল। বিশেষ করে আবাহনীর বিপক্ষে লড়াই অনেকটাই চিরপ্রতিদ্বন্দ্বীর মতো। তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তাই বলেছেন, ‘এখনই আনন্দ নয়। আমাদের সামনে সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আবাহনী ভালো দল। তাদের বিপক্ষে খেলতে হবে। দলের সবাইকে প্রস্তুতি নিতে হবে। তবে আমরা মৌসুমে ট্রেবল জিততে চাই। সেই লক্ষ্যে সবাই খেলবে।’

ডিফেন্ডার তপু বর্মণও আশাবাদী কণ্ঠেও বলেছেন, ‘ট্রেবল জিততে হলে সেমিফাইনালে আবাহনীকে হারাতে হবে। সবাই এখন সেই ম্যাচের প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা এই মৌসুমে তিনটি ট্রফি জিতে উৎসব করতে চাই।’

কিংসের বিপক্ষে এবার লিগে আবাহনী দারুণ লড়াই করেছিল। তাই এবারও কর্নেলিয়াস-ওয়াশিংটনদের বিপক্ষে রবিনিয়ো-মিগেলদের আরও একটা জম্পেস লড়াই দেখার অপেক্ষা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী-কিংস
বৃষ্টিতে মোহামেডানের ম্যাচ স্থগিত, রাকিব পেলেন চার গোল
‘১৮ বছরের ক্যারিয়ারে এভাবে মারধর খাইনি’
সর্বশেষ খবর
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি