টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ

আটবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী উসাইন বোল্টকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারপর ওয়েস্ট ইন্ডিজের আইকন ক্রিস গেইলও এই তালিকায় নাম লেখান। শুক্রবার ভারতের সাবেক ব্যাটিং তারকা যুবরাজ সিংকেও অ্যাম্বাসেডর করলো ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা।

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট শুরু হওয়ার ৩৬ দিন আগে যুবরাজের নাম ঘোষণা করলো আইসিসি। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে ইতিহাসের পাতায় নাম লেখান ভারতের এই ব্যাটার। এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রচারণায় অংশ নেবেন তিনি। 

প্রথম আসরের বিশ্ব চ্যাম্পিয়ন দলের যুবরাজ বলেছেন, ‘আমার পছন্দের ক্রিকেটীয় মুহূর্তের কিছু এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এর মধ্যে আছে এক ওভারে ছয় ছক্কা। সুতরাং এই আসরের অংশ হতে পারা খুবই রোমাঞ্চকর, যেটা হতে যাচ্ছে সবচেয়ে বড় আসর। পাকিস্তানের বিপক্ষে নিউ ইয়র্কে ভারতের লড়াই হতে যাচ্ছে এই বছরের সবচেয়ে বড় ক্রীড়া সূচির একটি। এর অংশ হতে পারা ও নতুন স্টেডিয়ামে সেরা খেলোয়াড়দের খেলতে দেখাটা হবে দারুণ।’