এবার কি তবে টাইগারদের পালা?

236729.3ভারতের মাটিতে বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। এর আগে ৫ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। তাতে পাঁচটি ভিন্ন দেশ শিরোপা জিতে নেয়। আগের পাঁচবার বিশ্বকাপ আয়োজন করেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (২০০৭), ইংল্যান্ড (২০০৯), ওয়েস্ট ইন্ডিজ (২০১০), শ্রীলঙ্কা (২০১২) ও বাংলাদেশ (২০১৪)।

দক্ষিণ আফ্রিকায় প্রথম বিশ্বকাপ জিতে ভারত। পরের বার ইংল্যান্ড বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এ দু’বারের পর থেকে শুরু হয় নতুন এক চমক। ২০১০ সাল থেকে শিরোপা জিতে আসছে আগেরবারের স্বাগতিক দেশগুলো।

যেমন ২০০৯ সালে স্বাগতিক ছিল ইংলিশরা। পরের বার (২০১০) ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে প্রথমবারের মতো কোনও বড় শিরোপা জেতে ইংল্যান্ড।

২০১২ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপে শিরোপা জিতে আগেরবারের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ। কিন্তু পুরোনো রীতি ধরে রাখে শ্রীলঙ্কা। নিজেদের মাটিতে না পারলেও বাংলাদেশের মাটিতে শিরোপা জিতে তারা।

পরিসংখ্যান বলছে শেষ তিন টি-টোয়েন্টি বিশ্বকাপ আগেরবারের স্বাগতিক দল জিতেছে। তাহলে এবার কী ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশের পালা?

/এমআর/