এনামুল-সৌম্যর হাফসেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগে খুলনায় বৃষ্টির কারণে প্রথম দিনে একটি বলও গড়ায়নি। ম্যাচের দ্বিতীয় দিনে খেলা গড়ালেও ছিল বৃষ্টির বাধা। সারা দিনে মাত্র ৩৪.২ ওভার খেলা হয়েছে। এদিন এনামুল হক বিজয় ও সৌম্য সরকারের জোড়া হাফসেঞ্চুরিতে খুলনা বিভাগ ১ উইকেট হারিয়ে ১৩০ রানে দিন শেষ করেছে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করেত নেমে দারুণ শুরু করে খুলনা বিভাগ। এনামুল হক ও সৌম্য সরকারের ১২৮ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সৌম্য রান আউটের শিকার হন। আউটের আগে ১০৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এনামুল ৬৬ রানে অপরাজিত আছেন।

জাতীয় লিগে আরও একটি ম্যাচে বৃষ্টির প্রভাব ছিল। আউটফিল্ড ভেজা থাকায় আগের দিন রংপুর ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। রবিবার ঢাকা বিভাগ টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তবে ঢাকার শুভাগত হোম ও নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে রংপুরের ইনিংস ২৫৩ রানে থেমে যায়। আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস আসে।  ঢাকার বোলারদের মধ্যে নাজমুল চারটি এবং শুভাগত তিনটি উইকেট নেন। 

রংপুরকে ২৫৩ রানে আউট করে ঢাকা ১ উইকেট হারিয়ে ৭০ রানে দিন শেষ করেছে। আশিকুর রহমান শিবলি ৪৫ এবং জয়রাজ শেখ ১৮ রানে অপরাজিত আছেন। ১৮৩ রানে পিছিয়ে থেকে সোমবার তৃতীয় দিন শুরু করবেন তারা।