ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সব খানেই পরিবর্তনের হাওয়া লেগেছে। ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব সবকিছুতেই বদল আনছে। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে অনেক কিছুই ফুটিয়ে তোলার আভাস মিলেছে। যার নমুনা দেখা গেলো আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে অনুশীলন করেছে। এদিন অনুশীলনে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করে বিশেষ জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। সেই জার্সি পরেই ক্রিকেটাররা অনুশীলন করেছেন।
লাল-সবুজে রাঙানো এই জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রাম আর আত্মত্যাগ। সবুজের ওপর রক্তিম লাল রঙে বাংলাদেশের পতাকা হাতে ছাত্র-জনতার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। ওপরে ছড়ানো ছিটানো ছোপ ছোপ লাল রং দিয়ে শহীদদের তাজা রক্তকে বোঝানো হয়েছে। জার্সির বুকের কাছে দল ও স্পন্সরের লোগোও রয়েছে। পেছনে বেশিরভাগ জায়গা জুড়ে পতাকার সবুজ রংই প্রাধান্য পেয়েছে। পিঠের দিকে গড়িয়ে পড়া রক্তের থিম ফুটিয়ে তোলা হয়েছে।
মূলত নতুন বাংলাদশেকে ট্রিবিউট দিতেই রংপুরের এই আয়োজন, ‘যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্র্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল। ’
শানিয়ান তানিম আরও বলেছেন, ‘আমার কাছে মনে হয় না শুধু ওটার জন্য। যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ফর অ্যা লার্জার পিকচার, বাংলাদেশে একটা বড় পরিবর্তন এসেছে, আমরা আশা করছি যে যে পরিবর্তনটাই হবে বাংলাদেশে; সেটা ভালোর জন্য হবে। সবমিলিয়ে আমি মনে করি আমরা এই জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।’