সাকিবের দারুণ পারফরম্যান্সের পরও হারলো বাংলা টাইগার্স

আবুধাবিতে টি-টেন লিগে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তার এমন পারফরম্যান্সের পরও হেরেছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিং করে সাকিবের দল ১০৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৩ বল আগেই ৬ উইকেট জিতে যায় স্যাম্প আর্মি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর)। স্টেডিয়ামটির মৌসুম শুরুর প্রথম ম্যাচেই বাংলা টাইগার্স খেলেছে স্যাম্প আর্মির বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে বাংলা টাইগার্স। ইনিংসের সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন দাসুন শানাকা। ২৭ বলের ইনিংসে ৬ ছক্কা ও ৪ চার মারেন লঙ্কান এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে শানাকার সঙ্গে হজরতউল্লাহ জাজাই ৪৩ বলে ৮৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। জাজাই খেলেন অপরাজিত ৩৫ রানের ইনিংস। বাংলা টাইগার্সের একমাত্র উইকেটটি নিয়েছেন আমির হামজা।

১০৭ রানের জবাবে খেলতে নেমে স্যাম্প আর্মি দলীয় ৮ রানে তাদের প্রথম উইকেট হারায়। প্রথম ওভারের শেষ বলে শারজিল খানকে ফেরান জশ লিটল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও জয় পেতে সমস্যা হয়নি স্যাম্পের। দ্রুত ২ উইকেট হারিয়ে স্যাম্প আর্মির স্কোর ৬.১ ওভারে দাঁড়ায় ৪ উইকেটে ৬৫ রান।

ব্যাটিংয়ে নামতে না পারা সাকিব বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। করেছেন একটি রানআউটও। জ্যাক টেলর ও করিম জান্নাত ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। জ্যাক টেলর ১৩ বলে ২৭ এবং করিম ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। মূলত ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন ডু প্লেসির ইনিংসটিই পার্থক্য গড়ে দেয়।

২ ওভারে ১৫ রানে ২ উইকেট নেওয়া অধিনায়ক সাকিব বাংলা টাইগার্সের সেরা বোলার। এছাড়া জশ লিটলি নেন একটি উইকেট।