বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে আধিপত্য থাকে ক্যারিবিয়ানদের। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ তাদের কাছে হেরেছে সেই ১৫ বছর আগে!সর্বশেষ দুই টেস্ট সিরিজে তো বাংলাদেশকে হোয়াইটওয়াশই করেছে। তার পরেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।  তিনি নিশ্চিত করেছেন, সফরকারীদের মোটেও খাটো করে দেখবেন না তারা। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্র্যাথওয়েট বলেছেন, অতীত ইতিহাস মোটেও সিরিজের ভাগ্য নির্ধারণ করবে না, ‘যা চলে গেছে সেটা অতীত ইতিহাস। আমরা প্রতিভাবান একটা দলের মুখোমুখি হচ্ছি। যা গেছে, সেটা গেছে। অবশ্যই আমাদের এই ম্যাচে ভালো সূচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে।’

ব্র্যাথওয়েট মনে করেন, এই টেস্ট সিরিজি মোটেও সহজ হবে না, ‘ওদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। ম্যাচটা সহজ হবে না। আগের পারফরম্যান্স তো অতীত হয়ে গেছে। তাই নতুন করে মাঠে নামতে হবে।’

এই বছর টেস্টের সময়টা খুব ভালো যায়নি ক্যারিবিয়ানদের। তার পরেও নিজেদের শিবিরে সবাই আত্মবিশ্বাসী আছেন বলে জানালেন ব্র্যাথওয়েট। বিশেষ করে ব্যাটাররা ভালো করবেন বলে মনে করছেন তিনি। কারণ ঘরোয়া টুর্নামেন্টে অনেকেই রানের মধ্যে ছিলেন, ‘এখন পর্যন্ত বছরটা কঠিন গেছে আমাদের। তার পরেও ব্যাটিংয়ে আমাদের ভালো পারফরম্যান্স ছিল বলা যায়। তাদের কাছ থেকে যতটা সম্ভব আশা করা যায়। হাতে চারটি ইনিংস, চেষ্টা থাকবে নিজেদের পরিকল্পনা যতটা সম্ভব বাস্তবায়ন করা।’