আইপিএল নিলামে ১৩ বছরের বৈভবের ইতিহাস

ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী, বয়স মাত্র ১৩। আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিন সোমবার তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে নিলো রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে এর আগে এত অল্প বয়সে কোনও খেলোয়াড় নিলামে বিক্রিত হননি।

ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহার থেকে উঠে আসা এই বাঁহাতি ব্যাটার ও স্পিনার ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য নিয়ে জেদ্দার নিলামে অংশ নেন। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই শেষে তাকে কিনে নেয় রাজস্থান।

বৈভব দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গত জানুয়ারিতে মুম্বাইয়ের বিপক্ষে রঞ্জি ট্রফিতে অভিষিক্ত হন। ঘরোয়া ক্রিকেটে এখনও সেভাবে ছাপ রাখতে পারেননি তিনি। তবে এই বছর শুরুতে উদীয়মান এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন। সম্প্রতি চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি শতক হাঁকান তিনি।