‘মনে করেছিলাম আর বাঁচবো না’

কুমিল্লার শহীদ ধীরন্দ্রনাথ স্টেডিয়ামের মাঠ নিয়ে শুরু থেকেই সমস্যা। ফেডারেশন কাপের আগের দিনও ক্রিকেট পিচ তুলে কোনও রকমে ফুটবল মাঠ বানানো হয়েছে। তার পরে মাঠটি ফুটবল উপযোগী করা যায়নি। এরই মধ্যে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন খেলেছে। সাবধানি ফুটবল খেললেও কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন অল্পের জন্য বড়রকমের চোট থেকে বেঁচে গেছেন।

মাঠ এমনিতে বেশ শক্ত। অনেকটা ধানক্ষেতের মতো। মাঝে আবার ক্রিকেট পিচের কারণে পুরোটাই ন্যাড়া। সেই মাঠে খেলতে গিয়ে রাকিব প্রথমার্ধের ২২ মিনিটের সময় মাটিতে লুটিতে পড়েছিলেন। শক্ত মাঠের সঙ্গে বুকের বাঁ দিকের ঘর্ষণে হালকা চোট পেয়েছেন। আর একটু হলেই দম বন্ধ হওয়ার মতো অবস্থা। কয়েক মিনিট তো ঠিকমতো শ্বাসই নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত মাঠ থেকে তাৎক্ষণিক উঠে গিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ভাগ্য ভালো গুরুতর আঘাত  লাগেনি। এক্স-রে করার পর জানা গেছে, হাড়ে কোনও চিড় ধরেনি। শুধু ব্যাথা আছে। আজ অনেকটাই সুস্থ রাকিব বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘এখন ব্যাথাটা সেভাবে করছে না। হালকা আছে। ভাগ্য সহায় ছিল বলে গুরুতর চোট লাগেনি। মাটিতে পড়ে গিয়ে মনে হচ্ছিলে আর বাঁচবোই না! দম নিতে অনেক কষ্ট হচ্ছিলে। কয়েক মিনিট এমন সমস্যা দেখা দেয়। হাসপাতালে গিয়ে শেষপর্যন্ত কিছুটা সুস্থ হতে পেরেছি।’

এবার প্রিমিয়ার ও ফেডারেশন কাপের ভেন্যুগুলো নিয়ে শুরু থেকে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গাজীপুর,মুন্সীগঞ্জ ও কুমিল্লার মাঠ। মাঠগুলো ভীষণ ন্যাড়া, বেশ শক্তও। পরিচর্যা সেভাবে হয়নি। ঠিক এই অবস্থাতেই ফুটবলারদের খেলতে হচ্ছে। এ নিয়ে যেন কারও হেলদোল নেই। রাকিব তাই বলছিলেন,‘দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ খেলা যদি এমন মাঠে হয়ে থাকে তাহলে কী বলার আছে। গাজীপুর স্টেডিয়ামের মাঠও খারাপ অবস্থা শুনেছি। এমন শক্ত মাঠ, হলুদ ঘাস তাও আবার ফুটবল উপযোগী নয়; খেলাটা বেশ কঠিনই। এভাবে হলে সামনের দিকে অনেকেই চোট পেতে পারে।  এ দিকে দৃষ্টি দেওয়া উচিত।’

ভালো খেলার জন্য অন্যতম বৈশিষ্ট হলো ভালো মাঠ থাকতে হবে। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার চলছে। কিংস অ্যারেনাতে সব খেলা সম্ভব নয়। ঢাকার বাইরের ভেন্যু যেগুলো ভালো, তাতে আবার দূরত্বের কারণে ক্লাবগুলো যেতে চাইছে না। মাঝে খেলোয়াড়রা পড়েছেন বিপাকে। রাকিব যেমন বলেছেন,‘ভালো খেলতে হলে ভালো মাঠের কোনও বিকল্প নেই। তাহলে একজন খেলোয়াড় নিজের নৈপুণ্য দেখাতে পারবে। আমার মনে হয় মাঠ নিয়ে যে সমস্যা আছে তা শিগগিরই ঠিক হয়ে যাবে। সেটা হলে শুধু আমাদের নয়, সবার জন্য ভালো।’