টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রিপন মন্ডল। অথচ তরুণ এই পেসারের কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি। ড্রেসিংরুমে বসেই রিপন ক্যারিবীয়দের বিপক্ষে দারুণ জয়ের স্বাদ নিয়েছেন। তিন ম্যাচেই দেখেছেন কীভাবে সতীর্থরা ক্যারিবিয়ানদের নাস্তানাবুদ করেছে। রিপনের হয়তো মন খারাপ হতে পারে! কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস কাছে ডেকে তার হাতেই তুলে দিয়েছেন উইনিং ট্রফি। অধিনায়ক হিসেবে লিটন মাঠে ও মাঠের বাইরে যেন সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন। এমন অধিনায়কই দলের প্রয়োজন। নাজমুল হোসেন শান্তর বদলে টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়া লিটন দেখালেন কীভাবে নেতৃত্ব দিতে হয়। স্বাগতিদের হোয়াইটওয়াশ করার পর লিটনও অবশ্য জানিয়েছেন, নেতৃত্ব নিতে প্রস্তুত আছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটেই ছিলেন লিটন দাস। কোনও ফরম্যাটেই তার ব্যাট হাসেনি। টেস্ট সিরিজে কিছুটা রান করলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাড-প্যাচের মধ্যে পড়ে গেছেন লিটন। ওয়ানডে সিরিজের পর প্রথম দুই টি-টোয়েন্টিতেও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আজই সর্বোচ্চ রান করেছেন, খেলেছেন ১৪ রানের ইনিংস। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে দারুণ সফলতা দেখিয়েছেন। তাই এখন পাকাপাকিভাবে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত লিটন। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘বিসিবি যদি দায়িত্ব দেয়, আমি রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনও কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।’
লিটনের অধিনায়কত্ব নিয়ে পঞ্চমুখ কোচিং স্টাফ থেকে শুরু করে সতীর্থ সবাই। লিটন অবশ্য সব কৃতিত্ব দিলেন সতীর্থদের। বিশেষ করে বোলাররা ভালো বোলিং করায় অধিনায়কত্ব সহজ হয়ে গেছে বলে জানালেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং। বলবো না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি, আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচেই নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়।’
লিটন জানালেন নিজে তেমন কোন ইনপুট দেননি। নিজেদের তাগিদেই যে যার মতো ভালো খেলছে, ‘অধিনায়ক হিসেবে কখনই বলিনি সবাইকে যে উজাড় করে দিতে হবে। তারা খুবই ভালো দল। নিজেদের মাঠে যেকোনো দলকে যেকোনো দিন ধ্বংস করতে পারে। আমার বার্তা ছিল যাবো, ক্রিকেটটা উপভোগ করবো। যেটা ফলাফলে ভূমিকা রাখবে। নিজের দায়িত্বটা পালন করার চেষ্টা করবো।’