X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরিজ নিশ্চিতের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১২:৪২আপডেট : ১৯ মে ২০২৫, ১২:৪২

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সোমবার জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। দুই ম্যাচের সিরিজ হতে পারে তিন ম্যাচের। যদিও এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। তৃতীয় ম্যাচটি হোক বা না হোক, আজ জিতে গেলে সিরিজ জয় নিয়ে আর কোন সংশয় থাকবে না। তবে আরও একটি ম্যাচের আগে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে। প্রথম ম্যাচে এক পারভেজ হোসেন ইমন ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। তাই পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশের ব্যাটারদের সামনে আরও একটি সুযোগ নিজেদের প্রস্তুত করার।

শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় দুই দলের ক্রিকেট লড়াই শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।

আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ২৭ রানে জয় পেলেও স্বাগতিকরা বাংলাদেশকে কঠিন চাপে ফেলে দিয়েছিল। স্বাগতিকরা ডেথ ওভারে নিজেদের সামর্থ্য দেখাতে পারেনি বলেই বাংলাদেশ জয় তুলে নিয়েছে। আজও আরও একবার সুযোগ নিতে মুখিয়ে থাকবে আরব আমিরাত। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য থাকবে অন্তত ব্যাটিং বিভাগে উন্নতি। সেটি করতে পারলে জয় পরাজয় ছাপিয়ে ‘আসল’ উদ্দেশ্য অর্জন হবে। বিশেষ করে অধিনায়ক লিটন দাস এবং মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের রানে ফেরাটা জরুরি। পুরো ব্যাটিং লাইনআপের স্তম্ভ তারা। 

সোমবারের ম্যাচে বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই বদল আসবে। কেননা বাঁহাতি পেসার মোস্তাফিজ প্রথম ম্যাচ খেলে আইপিএলে যোগ দিয়েছেন। মোস্তাফিজের জায়গাতে বাঁহাতি পেসার হিসেবে শরিফুল ইসলামের আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া রিশাদ হোসেনও ফিরতে পারেন, সেক্ষেত্রে একজন ব্যাটার কমিয়ে কিংবা শেখ মেহেদীকে বসতে হতে পারে! 

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে বাড়তি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। বিসিবির প্রস্তাবে সাড়া দিলে দুই দল আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাতে করে সিরিজটি রূপ নেবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
তামিমের সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত ইমন
৩দিন বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে খেলতে প্রস্তুত রিশাদ-নাহিদ
বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
সর্বশেষ খবর
মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা, বাসের চাপায় দুজনের পা বিচ্ছিন্ন
মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা, বাসের চাপায় দুজনের পা বিচ্ছিন্ন
জব্দ করা অর্থ-সম্পদ দিয়ে ফান্ড গঠন করবে সরকার: গভর্নর
জব্দ করা অর্থ-সম্পদ দিয়ে ফান্ড গঠন করবে সরকার: গভর্নর
সালমান এফ রহমান-আনিসুল হকসহ নতুন মামলায় গ্রেফতার ৪
সালমান এফ রহমান-আনিসুল হকসহ নতুন মামলায় গ্রেফতার ৪
বেনাপোল কাস্টম হাউসে কলমবিরতি অব্যাহত, আমদানি-রফতানি স্বাভাবিক
বেনাপোল কাস্টম হাউসে কলমবিরতি অব্যাহত, আমদানি-রফতানি স্বাভাবিক
সর্বাধিক পঠিত
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
প্রিমিয়ার ব্যাংকের সাবেক শাখা ম্যানেজারসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিমিয়ার ব্যাংকের সাবেক শাখা ম্যানেজারসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ