এমন হওয়ারই কথা ছিল। বক্সিং ডে টেস্টের প্রথম দিন বিধিবহির্ভুত আচরণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে বিরাট কোহলির। পাশাপাশি লেভেল ১ ভঙ্গের অপরাধে ভারতের অভিজ্ঞ তারকার আচরণ বিধিতে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
মূলত অস্ট্রেলিয়া-ভারতের বক্সিং ডে টেস্টের শুরুর দিনই বিতর্কিত ঘটনাটির জন্ম দেন তিনি। ইচ্ছেকৃতভাবে অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের কাঁধে ধাক্কা মেরেছেন।
ঘটনাটা ঘটেছে মেলবোর্ন টেস্টের প্রথম দিন দশম ওভার শেষে। ওপেনিং পার্টনার উসমান খাজার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছিলেন কনস্টাস। ঠিক তখনই ইচ্ছে করে তার কাঁধে ধাক্কা মেরে যান কোহলি। মাঠে কোহলির এমন আগ্রাসী আচরণ নতুন কিছু নয়। কিন্তু ১৯ বছর বয়সীর সঙ্গে এমনটা করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তো দুয়োর শিকারও হয়েছেন।
আইসিসির আচরণ বিধি অনুযায়ী কোনও খেলোয়াড়ের সঙ্গে অনুচিত শারীরিক সংস্পর্শের ব্যাপারে বিধি নিষেধ আছে। কোহলি অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তার শাস্তি প্রস্তাব করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলিসন ও মাইকেল গফ। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ।