X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

নিষেধাজ্ঞার পর এখন মুক্ত রাবাদা

  স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৫ মে ২০২৫, ১৮:৪৭

ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার শাস্তি হিসেবে এক মাসের নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে অবশেষে মুক্ত প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা। 

এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টিতে বিনোদনমূলক ড্রাগ নেওয়ার অপরাধে তিন মাসের জন্য প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছিলেন। পরে সেটা কমিয়ে এক মাস করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ইন্সটিটিউট ফর ড্রাগ ফ্রি স্পোর্টস বিবৃতিতে জানিয়েছে, ২১ জানুয়ারি এমআই ক্যাপটাউন ও ডারবান সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচের পর ড্রাগ টেস্টে ব্যর্থ হন রাবাদা। সেই ফলাফল তাকে জানানো হয় ১ এ্রপ্রিল।  তখন তিনি ভারতে আইপিএল খেলার জন্য অবস্থান করছিলেন। ৩ এপ্রিল তার আইপিএল ফ্র্যাঞ্চাইজ গুজরাট টাইটান্স জানায়, মৌসুমে দুটি ম্যাচ খেলার পরই ব্যক্তিগত কারণে রাবাদা দক্ষিণ আফ্রিকা উড়ে গেছেন।  

দক্ষিণ আফ্রিকার ইন্সটিটিউট ফর ড্রাগ ফ্রি স্পোর্টস জানিয়েছে, ওই ঘটনার পর সেটি রোধকল্পে রাবাদা বিভিন্ন রকম শিক্ষামূলক ও সচেতনতামূলক প্রোগ্রামে অংশ নিয়েছেন। এখন শাস্তি শেষ হওয়ায় যে কোনও সময় ক্রিকেটে ফিরতে তার বাধা নেই।  

এখানে উল্লেখ্য বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থার আইন অনুসারে বিনোদনমূলক মাদক ব্যবহারের জন্য রাবাদার শাস্তি সঙ্গতিপূর্ণ। যার মধ্যে রয়েছে গাঁজা, কোকেইন, মেথঅ্যামফেটামিন ও অথবা ডায়ামরফিনের ব্যবহার। গত বছর একই রকম শাস্তি পান নিউজিল্যান্ডের ডগ ব্রেসওয়েল। তিনি কোকেইন টেস্টে পজিটিভ হয়েছিলেন। 

এসবক্ষেত্রে আবার লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞার নজির আছে। গত বছর জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতাকে চার মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি তিন মাসের বেতনের ৫০ শতাংশও কেটে নেওয়া হয়। মূলত বিশ্ব ডোপ সংস্থার প্রচলিত শাস্তির চেয়ে বেশি শাস্তি দেওয়ার পক্ষে ছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। 

রাবাদার ক্ষেত্রে অবশ্য লম্বা শাস্তির পথে হাঁটবে না দক্ষিণ আফ্রিকা। শনিবার বিকালে তারা বিবৃতিতে শুধু এই ঘটনাকে দুঃখজনক বলেছে। খবর প্রকাশের পর রাবাদা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে ক্ষমা চাওয়ায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তার পেশাদার মান বজায় রাখার প্রতিশ্রুতিতে সন্তুষ্টির কথা জানিয়েছে। রাবাদা সেখানে বলেছেন, ‘যাদের হতাশ করেছি, তাদের কাছে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি কখনোই ক্রিকেট খেলার এই সুযোগকে হালকাভাবে নেবো না। এই সুযোগ আমার চেয়েও বড়। এটি আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়েও অনেক বেশি।’

রাবাদার ঘটনাটির এখানেই ইতি বলে ধরে নেওয়া হচ্ছে। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারবেন তিনি। যেখানে তিনি দলের গুরুত্বপূর্ণ অস্ত্র। ২০২৩-২০২৫ চক্রে রাবাদা দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ১৯.৯৭ গড়ে নিয়েছেন ৪৭ উইকেট। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
আব্বাস, কেলিদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল
সর্বশেষ খবর
পুলিশ ধরার পর নিজেকে জামায়াত কর্মী বললেন কৃষকলীগ নেতা
পুলিশ ধরার পর নিজেকে জামায়াত কর্মী বললেন কৃষকলীগ নেতা
হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকির অভিযোগ
হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকির অভিযোগ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
রাজধানীতে ডিবির অভিযানে আ.লীগের চার সদস্য গ্রেফতার
রাজধানীতে ডিবির অভিযানে আ.লীগের চার সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ