চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান!

আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে ভালো নেই সেখানকার নারীরা। নানাভাবে তাদের মানবাধিকার হরণ করা হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও। অস্ট্রেলিয়া যেমন তালেবান শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) কড়া পদক্ষেপ নিতে বলেছেন, ১৬০ ব্রিটিশ রাজনীতিক। তারা ইংল্যান্ডকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন। 

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ। যা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসির নিয়ম লঙ্ঘনের মধ্যে ফেলেছে। 

লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচটা হওয়ার কথা ২৬ ফেব্রুয়ারি। তার আগেই হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডসের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা ইসিবিকে কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিঠি লিখেছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ও লেবার পার্টির সাবেক প্রধান জেরিমি করবিন। তারা ইসিবিকে আফগানিস্তানে নারীদের ওপর চলমান জঘন্য আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন। 

অবশ্য চলমান ঘটনাগুলোর পরেও যেহেতু আইসিসি আফগানিস্তানকে খেলার অনুমতি দিয়েছে। সেজন্য এর জবাবে ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড পরামর্শ দিয়েছেন, সব সদস্য দেশ মিলে ঐকমতের ভিত্তিতে পদক্ষেপ নেওয়াটাই হবে সেরা উপায়, ‘ইসিবি আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে নারীদের ওপর চলমান বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে। তাছাড়া আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী সব সদস্য দেশ যেহেতু নারীদের ক্রিকেট উন্নয়নে বাধ্য। সেটা রক্ষা করার জন্যই ইসিবি তাদের সঙ্গে কোনও ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। তবে আইসিসির সঙ্গে ঐকমতের ভিত্তিতে যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সেক্ষেত্রে এমন কিছু করার জন্য জোরভাবে কাজ করবে ইসিবি। ফলে এক্ষেত্রে একতরফা পদক্ষেপের চেয়ে আসিসির মাধ্যমে সমন্বিত পদক্ষেপই হবে আরও বেশি কার্যকর।’