এক যুগ পর রঞ্জি ট্রফিতে ফিরে ৬ রান কোহলির

বিরাট কোহলিকে হরহামেশাই খেলতে দেখা যায়। কিন্তু দিল্লিতে তার খেলা দেখতে দর্শকে টইটম্বুর গ্যালারি। এক যুগ পর লাল বলের শীর্ষ ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন তিনি। ঘরের ছেলেকে দীর্ঘ সময় পর দিল্লির হয়ে খেলতে দেখার জন্য উন্মুখ হয়ে ছিলেন দর্শকরা। তাও আবার ম্যাচটা হচ্ছে কোহলির জন্মশহর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

কিন্তু রেলওয়ের বিপক্ষে এই ম্যাচে দর্শকদের রোমাঞ্চ বেশিক্ষণ থাকলো না। তাদের সামনে বেশিক্ষণ ২২ গজে টিকতে পারেননি কোহলি। 

স্টেডিয়াম ভর্তি গ্যালারির সামনে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নড়বড়ে ছিলেন কোহলি। যদিও মাঠে নামার পর গ্যালারি থেকে তাকে ঘিরে হর্ষধ্বনি আসতে থাকে। ফাস্ট বোলার হিমাংসু সানগোয়ানের একটি বল স্ট্রেইট ড্রাইভ মেরে দর্শকদের উল্লাসে মাতান।

কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ থাকেনি। পরের বলেই ডিফেন্সিভ শট খেলতে গিয়ে তার অফস্টাম্প উড়ে যায়। মাত্র ১৫ বলে ৬ রান করেন ডানহাতি ব্যাটার।

কোহলি প্যাভিলিয়নে ফেরেন, আর গ্যালারিতে দর্শকরা হতাশায় পুড়তে থাকেন। কিছুক্ষণ পরই গ্যালারি ফাঁকা হতে থাকে। হাজার হাজার দর্শক কমতে কমতে দাঁড়ায় শখানেকে।