`তাসকিনকে রক্ষা করা বিসিবির দায়িত্ব'

গাজী আশরাফ হোসেন লিপু।গত শনিবার অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। খবরটি পুরনো হলেও বর্তমানে ক্ষোভের আগুনে পুড়ছে বাংলাদেশের ক্রিকেট। বিশেষ করে তাসকিনের নিষিদ্ধ হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। এ নিয়ে কথা বলেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাসকিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। 
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের একজন প্রতিভাবান পেসারকে রক্ষা করাই হবে বিসিবির অন্যতম দায়িত্ব। আমি মনে করি বিসিবি তার পাশে দাঁড়াবে।’
তবে এই মুহূর্তে আবেগ তাড়িত হয়ে কিছু না করার উপদেশ দিয়েছেন বিসিবির সফল এই কর্তা। তিনি বলেছেন, ‘আবেগ তাড়িত হয়ে কোনও কাজ করা ঠিক হবে না। তাসকিনের ইস্যুটি আমাদের চোখে দেখা আর আইসিসির চোখে দেখার মধ্যে পার্থক্য আছে। এখন তাসকিনের জন্য আইসিসির যেসব নির্দেশনা রয়েছে সেগুলোর মধ্যে দিয়েই যাওয়া হবে বুদ্ধিমানের কাজ।’

তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে আপিল করা প্রসঙ্গেও কথা বলেন সাবেক এই ক্রিকেটার। তার মতে, ‘বাংলাদেশের এই মুহূর্তে অবৈধ বোলিং অ্যাকশন শুধরে দেওয়ার মতো বিশেষজ্ঞ নেই। বাইরে অনেক বিশেষজ্ঞ আছেন যারা এসব বিষয়ে অনেক অভিজ্ঞ। তাদেরকে এনে তাসকিনের বোলিং অ্যাকশন শুধরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আপিল করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এর কোনও নির্দিষ্ট সময় সীমা নেই। সেটা যেকোনও সময় হতে পারে।’

/এফআইআর/