চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্সের খেলা হচ্ছে না!

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে গোড়ালির চোট এখনও ভোগাচ্ছে। যেমন শোনা যাচ্ছে, তাতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ককে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের খেলতে হবে। সেক্ষেত্রে স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডকে সম্ভাব্য ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।  

চোট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছিলেন কামিন্স। আশা করা হচ্ছিল, সর্বশেষ অবস্থার পরেই হয়তো তাকে নিয়ে একটা সিদ্ধান্তে আসা যাবে। কিন্তু কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের ইঙ্গিত মোটেও ইতিবাচক নয়। বর্তমানে শ্রীলঙ্কায় সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের খেলোয়াড়রা বৃহস্পতিবার শ্রীলঙ্কায় উড়ে আসছেন। দুর্ভাগ্য সেখানে থাকছেন না কামিন্স, ‘কামিন্সের যে অবস্থা সে এখনও কোনও ধরনের বোলিং শুরু করতে পারেনি। তাই তার খেলার সম্ভাবনা খুব কম। তার মানে দাঁড়াচ্ছে আমাদের অধিনায়ক লাগবে।’

এসইএন রেডিওকে তিনি সম্ভাব্য অধিনায়কের নামও উল্লেখ করেছেন, ‘সেক্ষেত্রে স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হতে পারে। তাদের নিয়েই আমাদের আলোচনা হচ্ছে।’

অস্ট্রেলিয়াকে চোট ভীষণ ভাবাচ্ছে। শুধু কামিন্সই নন, ফিট হওয়ার দৌড়ে সংগ্রাম করছেন পেসার জশ হ্যাজেলউডও। অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, ‘যেমনটা বলেছি, কামিন্সের খেলার সম্ভাবনা খুব কম। আমাদের জশ হ্যাজেলউডকে নিয়েও ভাবতে হচ্ছে। কারণ সে এখনও ফিট হওয়ার জন্য লড়াই করছে। মেডিকেল বিভাগের তথ্য হয়তো কয়েক দিনের মধ্যে পেয়ে যাবো। তখন হয়তো আরও পরিষ্কার ধারণা পেয়ে যাবো।’