ফেসবুকে তাসকিন হাহাকার!

এ সময়ের সবচেয়ে সম্ভবনাময়ী বাংলাদেশের ‍পেস বোলার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার পর এখন ফেসবুকজুড়ে চলছে তাসকিন হাহাকার। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির এই নিষেধাজ্ঞার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেলো তরুণ এই পেসারের। বিশ্বকাপের বাছাইপর্বে হঠাৎ করেই তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করায় বিষয়টিকে ষড়যন্ত্র ভাবছেন অনেকেই। আর এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় তুলেছে ক্রিকেট প্রেমীরা।
এই বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করায় আইসিসিকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে অনেকেই। অনেকেই মনে করেন বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্যই আইসিসি এ কাজ করছে।

কায়সার নামে ইউআইইউ ইউনিভার্সিটির এক ছাত্র তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ‘আমাদের বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক ষড়যন্ত্রে পড়েছে। তারা আমাদের সঙ্গে পেরে উঠছে না বলে এই ষড়যন্ত্র।’

তাসকিনের অবৈধ বোলিং ঘোষণায় আইসিসির উদ্দেশে ব্র্যাক ব্যাংকের একজন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ‘গুটিবাজ আইসিসি।’

নাসির উদ্দিন নামে এক সাংবাদিক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ‘তাসকিনের বোলিং যদি অবৈধ হয় তাহলে বুমরাহর (ভারতের পেস বোলার) বোলিং কেন আইসিসির সন্দেহের চোখে পড়ে না।’

আল মাসুদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের তৃতীয়বর্ষের এক ছাত্র ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ‘ক্রিকেট খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলছি। আইসিসি যা করেছে তা সত্যিই লজ্জাজনক।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আলাল আহমেদ বলেন, তাসকিনের পর এবার তামিমকে সেঞ্চুরি ও মাশরাফিকে ভালো ক্যাপ্টেন্সি করার জন্য আইসিসি তাদেরকেও অবৈধ ঘোষণা করবে।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিমানের একজন ক্রিকেটার মোহাম্মদ শরীফুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ‘তাসকিনের মতো বাংলাদেশের ‍উদীয়মান পেস বোলারকে নিয়ে এরকম ষড়যন্ত্র করা এটি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করা ছাড়া আর কিছুই না।’

সানি করিম নামে এক ফটোসাংবাদিক লিখেছেন- ‘আইসিসির চক্রান্তে নিষিদ্ধ হলো তাসকিন। আইসিসির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চিন্তা করবেন না, আপনাদের এই চক্রান্তের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।’

নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্র আরিফুর রহমান আরাফাত ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন- ‘তাসকিন পুরো বাংলাদেশের গর্ব। তাকে নিয়ে আইসিসি যা করেছে তা সত্যিই জঘন্য। আইসিসি ও ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক।’

/এআর/ এএইচ/