পারটেক্সকে ১০০ রানে অলআউটের পর ৮ উইকেটে জিতলো আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগে এবার মাত্র ১০০ রানে অলআউট হয়ে গেছে সাব্বির রহমান রুম্মনের পারটেক্স স্পোর্টিং ক্লাব। তাদের অল্পতে বেঁধে তারপর সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে মোসাদ্দেক হোসেনের আবাহনী। ১৮ রানে ৫ উইকেট নিয়ে পারটেক্সকে অল্প রানে গুটিয়ে দেওয়ার নায়ক মাহফুজুর রহমান রাব্বি। দারুণ পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে আবাহনীকে ১০১ রানের লক্ষ্য দেয় পারটেক্স। সহজ লক্ষ্যে খেলতে নেমে ২১ রানে দুই ব্যাটারকে হারায় ঐতিহ্যবাহী ক্লাবটি। বাকি পথটা মোসাদ্দেক হোসেন ও পারভেজ হোসেন ইমন মিলে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়ে পাড়ি দিয়েছেন। পারভেজ ৫০ বলে ৫৫ এবং মোসাদ্দেক ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। পারটেক্সের তানভীর হোসেন নেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া পারটেক্স বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৩.১ ওভারে ১০০ রানে অলআউট হয় তারা। দলের তিন ব্যাটার কেবল দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। জয়রাজ শেখ ৩৬, সাব্বির ২৩ ও আদিলের ব্যাট থেকে আসে ১৩ রানের ইনিংস।

আবাহনীর বোলারদের মধ্যে সবচেয় সফল ছিলেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। তরুণ এই স্পিনার ১৮ রানে ৫ উইকেট তুলে পারটেক্সের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। এছাড়া আরেক বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও অফস্পিনার মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন মো. এনামুল হক।