‘৮০৪ নম্বর’ দেখিয়ে জরিমানা আমের জামালের

গত বছর ইংল্যান্ড সিরিজের সময় ৮০৪ নম্বর লেখা হ্যাট পরেছিলেন অলরাউন্ডার আমের জামাল। এই ঘটনাকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ১৩ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান  ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বলা হচ্ছে ৮০৪ নম্বর লেখা হ্যাট পরে মূলত রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন আমের জামাল। যা মূলত সাবেক পাক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খান সংশ্লিষ্ট। কারণ এই নম্বরটি জেলখানায় থাকা ইমরান খানের কয়েদি নম্বর। ফলে বোঝাই যাচ্ছে এই নম্বরটি হ্যাটে রেখে তিনি সাবেক অধিনায়কের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি এই হ্যাটটি পরেছিলেন টিভিতে ইন্টারভিউ দেওয়ার সময়। 

রাজনৈতিক এই অবস্থানের কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমের জামালকে শাস্তি দিয়েছে। একই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা পাননি। তাছাড়া শাস্তিপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি জরিমানাও হয়েছে তার। 

একইভাবে আচরণবিধি লঙ্ঘনে সালমান আলী আগা, সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিককেও জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সফরের  সময় দেরি করে ফেরার কারণে তাদের জরিমানা করা হয়েছে ৫ লাখ পাকিস্তানি রুপি। তাছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে দেরি করে টিম হোটেলে আসায় সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি ও উসমান খানকে ২০০ ডলার করে জরিমানা করা হয়েছে।