পিএসএল না খেলে আইপিএলে, প্রোটিয়া অলরাউন্ডারকে আইনি নোটিশ

চুক্তিভঙ্গের অভিযোগে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘটনাটি ঘটেছে প্রোটিয়া ক্রিকেটার আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চুক্তিবদ্ধ হওয়ার পর। 

মৌসুমে এবারই প্রথম আইপিএল ও পিএসএলের সূচি সাংঘর্ষিক হতে চলেছে। আইপিএল শুরু হবে ২২ মার্চ। চলবে ২৫ মে পর্যন্ত। পিএসএল ১১ এপ্রিল শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে।  করবিন বশকে গত জানুয়ারিতে অনুষ্ঠিত ড্রাফট থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে নেয় পেশাওয়ার জালমি। কিন্তু গত ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স জানায়, লিজাড উইলিয়ামস ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে দলটির স্কোয়াডে যোগ দিচ্ছেন বশ!

এরই প্রেক্ষিতে পিসিবি আইনি নোটিশ পাঠিয়েছে। তারা বিবৃতিতে জানিয়েছে, ‘আইনি নোটিশটি তার এজেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে তাকে চুক্তি থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাছাড়া পিসিবি তার লিগ ছেড়ে যাওয়ার পরিণতি কী হতে পারে সেটাও ব্যাখ্যা করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব আশা করছে। এই বিষয়ে পিসিবি আর কোনও মন্তব্য করবে না।’

বশের জবাবের জন্য নির্ধারিত সময়সীমার কথা সেখানে উল্লেখ করেনি পিসিবি। তবে তার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি কঠোর পদক্ষেপ নিতে উন্মুখ। কারণ তারা মনে করছে এটি একটি দৃষ্টান্ত হতে পারে, বিশেষ করে যারা পিএসএলে চুক্তিবদ্ধ হওয়ার পরও আইপিএলে চলে যেতে চান। এই ধরনের খেলোয়াড়দের ওপর সরাসরি নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। যদিও বিষয়টা অনানুষ্ঠানিক।