বাংলাদেশের বোলিংকে দুর্বল ভাবছে না ভারত

বাংলাদেশের বোলিংকে দুর্বল ভাবছে না ভারতভারতের বিপক্ষে এশিয়া কাপে দুরন্ত গতিতে বোলিং করেছেন বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন সেনসেশন তাসকিন। ফাইনালে ইনজুরির কারণে মুস্তাফিজ খেলতে না পারলেও সেই অভাবটুকু বুঝতে দেননি তরুণ এই তুর্কি।
আর দ্রুতগতির এই বোলারকেই ভারতের বিপক্ষে পাচ্ছে না বাংলাদেশ। তাই বোলিং লাইনআপে স্বাভাবিক ভাবেই কিছুটা ছন্দপতন হয়েছে। তারপরও ভারত মনে করে বাংলাদেশের বোলিং আক্রমণ ধারালোই আছে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে আসেন আশিষ নেহরা। তিনি বাংলাদেশের বোলিং লাইনআপকে শক্তিশালী আখ্যা দিয়ে বলেছেন, ‘বাংলাদেশ তাসকিনকে হারিয়েছে; কোনও সন্দেহ নেই গুরুত্বপূর্ণ একজন বোলার ছিল তাসিকন। কিন্তু মুস্তাফিজ কয়েক ম্যাচ খেলেনি সাইড স্ট্রেইনের কারণে। এখন সে ফিরে এসেছে। দলে আল আমিন আছে, সাকিব আল হাসানতো দারুণ অলরাউন্ডার। বোলিং গভীরতা ওদের অনেক। আমার মনে হয় না দুজন বোলার না থাকায় ওদের বোলিং দুর্বল হয়েছে।’

/আরআই/এফআইআর/